একটা বছর শেষ। আর একটা নতুন বছর শুরু। এই সময়টা আমাদের বাড়িতে পার্টির মেজাজ থাকে। আমার দাদুর আমল থেকে চলে আসছে এই একই নিয়ম। আমার বাবা করেছে। আমি করেছি। এখন আমার ছেলে নীল এটা অর্গানাইজ করে। এই পার্টিটার মজা হল, আমরা কাউকে আলাদা ভাবে নিমন্ত্রণ করি না। কে যে আসে আর কে আসে না, তা আলাদা করে বলতেও পারব না। যার ইচ্ছে হল চলে এল। কেউ হুইস্কি আনল, কেউ রাম। কেউ বা সসেজ আর হ্যাম। আর আমাদের বাড়িতে কিছু বেসিক রান্না হয়। হঠাৎ হয়তো দেখলাম, আমার টিচার জন মেসন হুইস্কি নিয়ে চলে এলেন। হয়তো অপর্ণা সেন এলেন। পার্নো এল। আরও নানা ক্ষেত্রের নানা মানুষ। ফলে, এই পার্টিটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং, খুব মজার। আমি আপনাদের কাছে পার্টির কয়েকটা টিপস শেয়ার করতে চাই। একবার দেখতে পারেন।
১) বাড়িতে পার্টি করুন। বাড়ির জায়গা কত, এ সব নিয়ে বেশি ভাববেন না। মনে রাখবেন, ভাড়া করা জায়গায় পার্টির থেকে বাড়ির পার্টির মজা অনেক গুণ বেশি।
আরও পড়ুন, রেহাই পান হ্যাংওভার থেকে
২) সবাই পার্টিতে সমান ভাবে অংশ নিন। ভালই লাগবে, যদি পার্টিতে যাওয়ার সময় হাতে করে একটা পানীয়ের বোতল নিয়ে যান। হতে পারে ওয়াইন, হতে পারে হুইস্কি বা রাম কিংবা ভদকা। এক লিটার বা হাফ। কেউ কেউ নিয়ে যান নানা রকম স্ন্যাক্স। মজা লাগবে খুব। ভীষণ মজা! এই যে সবাই মিলে পানভোজন।
৩) কখনও এ রকম ভাববেন না যে, আমি দামি মদ নিয়ে গেলাম বলে অমুক লোক আমারটা খাচ্ছে আর ওরটা পড়ে রয়েছে। সবাই সবারটা শেয়ার করুন শারীরিক অসুবিধা না থাকলে।
৪) গান করুন। যে যার মতো। তবে কেউ গাইলে তারটাও মন দিয়ে শুনবেন। না হলে আপনি যখন গাইবেন তখন দেখবেন শ্রোতারা যে যার মতো গল্প করছে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy