তারায় তারায় খচিত
কেউ কেউ মঞ্চে উঠেছেন, সকলেই নন। কিন্তু যে কোনও মঞ্চকে ভাসিয়ে দিতে পারে ওঁদের আভা। তারাদের মেলা বসেছিল বছরের বেস্ট সন্ধ্যায়। সেই নক্ষত্রখচিত অনুষ্ঠানেরই নানা মুহূর্ত।
নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা পাশাপাশি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অনুপম রায় এবং প্রশ্মিতা পাল।
স্যুপ পে চর্চা: বছরের বেস্টে একই টেবিলে আড্ডায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বছরের বেস্ট শিল্পপতিদের (ইমামি গোষ্ঠী) সঙ্গে আলাপে অভীক সরকার।
বছরের বেস্ট ‘উৎসবে’ মমতাশঙ্কর।
বছরের বেস্ট: সামনের সারিতে চিত্রশিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়, মহম্মদ সেলিম। পিছনের সারিতে বসে শোভন-বৈশাখী।
দেখো মানসী: বছরের বেস্ট অনুষ্ঠানে শিল্পী রূপম ইসলাম এবং অর্ধাঙ্গিনী রূপসা দাশগুপ্ত। পিছনের চেয়ারে কল্যাণ চৌবে।
নেতা এবং অভিনেতা: বছরের বেস্টে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
বম্বে কাঁপিয়ে বছরের বেস্টে ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী।
আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্টে’ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশের আসনে অভিনেত্রী-নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
বৈচিত্রের মধ্যে ঐক্য: একই সারিতে মহম্মদ সেলিম, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা। মেলাল ‘বছরের বেস্ট’।
দ্রোহের কার্নিভাল থেকে স্বীকৃতির কার্নিভালে চৈতি ঘোষাল।
জমকালো বছরের বেস্ট।
তারায় তারায়: ঝলমলে ‘বছরের বেস্ট’।
সম্পাদক সমীপেষু: বছরের বেস্টে সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পাল এবং অভীক সরকার।
নমস্কার: বছরের বেস্টে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং অভীক সরকার।
জমজমাট ‘বছরের বেস্ট’ সন্ধ্যা।
মনের মানুষ: চিত্রপরিচালক গৌতম ঘোষ। পাশে অভীক সরকার।
আই ওয়ান্ট টু টক: বছরের বেস্টে দর্শকের আসনে চিত্রপরিচালক সুজিত সরকার।
হইচই আনলিমিটেড: বছরের বেস্ট সন্ধ্যায় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজার গোষ্ঠীকে ভয় পাই, বলেছিলেন ইতিহাসবিদ জয়া চট্টোপাধ্যায়। অভীক সরকারের সঙ্গে কুশল বিনিময় জয়ার।
আলাপে আলাপন বন্দ্যোপাধ্যায়। বছরের বেস্ট সন্ধ্যায় পাশে গৌতম ঘোষ এবং অন্যান্য অতিথি।
কী কথা তাহার সাথে: বছরের বেস্টে আলাপচারিতায় ব্রাত্য বসু এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বছরের বেস্ট সন্ধ্যায় অভীক সরকার, অনিন্দ্য জানা, ব্রাত্য বসু এবং ফিরহাদ হাকিম।
হেয়ার উই কাম: বছরের বেস্ট সন্ধ্যায় ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, দেবাশিস কুমাররা।
এক মিনিট... বছরের বেস্টে ‘বব বিশ্বাস’
বছরের বেস্ট সন্ধ্যা
বেস্ট মুহূর্ত
তারায় তারায় খচিত
রেড কার্পেট
বছরের বেস্ট
আমাদের পার্টনার্স
চার দশকেরও বেশি সময় ধরে মার্লিন গ্রুপ আবাসন শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে। ইট-কাঠ পাথরের চার দেওয়ালের বেষ্টনী পেরিয়ে মার্লিন বরাবর গুরুত্ব দিয়েছে উন্নত জীবনযাত্রার দিকে। তাদের হাত ধরেই বহু পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বপ্নের বাসস্থান। সময়ের সঙ্গে সেই পরিসর বেড়েছে। সংস্থা পা রেখেছে কলকাতার বাইরেও।