বেস্ট মুহূর্ত
ওঁরা মঞ্চে উঠছেন। ওঁরা এগিয়ে যাচ্ছেন যাঁর যাঁর আলোকবৃত্ত সঙ্গে নিয়ে। বছরের বেস্টের মঞ্চ সেই আলোয় ঝলমল করে উঠছে। ওঁরা সম্মানিত হচ্ছেন। ওঁরা সম্মানিত করছেন। বেস্ট সন্ধ্যার অনুষ্ঠানে আলো ঝরানো সেই-সব মুহূর্তের ছবি।
বছর ঘুরে যায়, ফিরে ফিরে আসে বছরের বেস্ট সন্ধ্যা। অনুষ্ঠানের চতুর্থ বছরে বলছেন অভীক সরকার।
বছরের বেস্ট মঞ্চে অনুষ্ঠানের সঞ্চালনায় অনিন্দ্য জানার সঙ্গে পাওলি দাম।
নান্য পন্থা বিদ্যতে অয়নায়— বছরের বেস্ট সন্ধ্যায় উপনিষদ-সুরে ডুব দিলেন অনুপম রায়।
বছরের বেস্ট সন্ধ্যায় মঞ্চে শিল্পপতি রাধেশ্যাম গোয়েন্কা এবং তাঁর পুত্র মনীশ গোয়েন্কা। শিল্পপতি রাধেশ্যাম আগরওয়ালের সম্মান গ্রহণ করছেন তাঁর পুত্র আদিত্য আগরওয়াল।
বছরের বেস্ট সন্ধ্যায় নৃত্যবিরতি! মঞ্চে সুদর্শন চক্রবর্তীর দল স্যাফায়ার।
ক্যানভাসে সুচ-সুতো! শিল্পজগতের অন্দর বাহিরের দূরত্ব ঘোচানোর কাজে নিজেকে নিয়োজিত করেছেন চিত্রশিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়। সুচ-সুতো দিয়ে ক্যানভাসে বুনেছেন ছবি। বছরের বেস্ট সন্ধ্যায় সম্মানিত তিনিও। তাঁর হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে রূপম ইসলাম এবং সুজিত সরকার।
বছরের বেস্ট সন্ধ্যায় বেস্ট অভিনেত্রী ‘মিঠাই’ সৌমীতৃষা কুন্ডু। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে সম্মানিত তিনি।
বছরের বেস্ট সন্ধ্যার মঞ্চ নাচেগানে জমজমাট!
জীবন বাজি! বছরের বেস্ট পুলিশ অফিসার আজহারউদ্দিন খানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মন্ত্রী ব্রাত্য বসু। মঞ্চে আজহারউদ্দিনের বাবাও!
বহু দূর হতে...! সুদূর লন্ডন থেকে আনন্দবাজার অনলাইনের অনুষ্ঠানে বছরের বেস্ট ইতিহাসবিদ জয়া চট্টোপাধ্যায়।
বছরের বেস্ট সন্ধ্যায় মঞ্চ আলো করে সঞ্চালিকা পাওলি দাম।
সুরের মূর্ছনায় মঞ্চে ফুল ফোটাচ্ছে নৃত্যদল স্যাফায়ার।
রূপম ইসলাম পুরস্কার তুলে দিচ্ছেন বছরের বেস্ট চিত্রশিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়ের হাতে।
লেডি প্রফেসর শঙ্কু! শুধু অধ্যাপক নন, তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রধান আবিষ্কারক। বছরের বেস্ট সন্ধ্যায় সম্মানিত বিজ্ঞানী দেবলীনা সরকার। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রেসিডেন্সি এবং অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মালবিকা সরকার।
আনন্দধারা বহিছে ভুবনে! বছরের বেস্ট বিরতিতে নৃত্যপরিবেশনায় সুদর্শন চক্রবর্তীর নৃত্যদল।
আনন্দবাজার অনলাইনের বিচারে বছরের বেস্ট রন্ধনশিল্পী প্রীতম ভদ্র এবং অরণি মুখোপাধ্যায়। তাঁদের হাতে সম্মান তুলে দিচ্ছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
বছরের বেস্ট সন্ধ্যায় চাঁদের হাট! অনুষ্ঠান শেষে অভীক সরকারের সঙ্গে মঞ্চে ‘বেস্ট’ সম্মান প্রাপকেরা।
নৃত্যবিরতিতে দর্শকদের মন মাতাল স্যাফায়ার।
শুধু বছর নয়, দশকের বেস্ট! আনন্দবাজার অনলাইনে সম্মানিত ব্যবসায়ী তথা উদ্যোগপতি চন্দ্রশেখর ঘোষ। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।
রন্ধনশিল্পী প্রীতম ভদ্রের হাতে বছরের বেস্ট সম্মান তুলে দিচ্ছেন মহম্মদ সেলিম।
নিতি নৃত্যে! বছরের বেস্ট সন্ধ্যায় মঞ্চে সুদর্শন চক্রবর্তী ও তাঁর দল স্যাফায়ার।
চোখ তুলে দেখো না! বছরের বেস্ট সন্ধ্যায় মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ওই হোথা...! বেস্ট বিজ্ঞানী দেবলীনাকে কিসের খোঁজ দিচ্ছেন অনিন্দ্য জানা?
বছরের বেস্ট রন্ধনশিল্পীদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে মহম্মদ সেলিমের সঙ্গে অধীর চৌধুরীও।
বছরের বেস্ট ইতিহাসবিদ জয়া চট্টোপাধ্যায়ের হাতে সম্মান তুলে দিচ্ছেন অশোকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রুদ্রাংশু মুখোপাধ্যায়।
বছরের বেস্ট শিল্পপতি রাধেশ্যাম যুগলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া।
বছরের বেস্ট সন্ধ্যা
বেস্ট মুহূর্ত
তারায় তারায় খচিত
রেড কার্পেট
বছরের বেস্ট
আমাদের পার্টনার্স
চার দশকেরও বেশি সময় ধরে মার্লিন গ্রুপ আবাসন শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে। ইট-কাঠ পাথরের চার দেওয়ালের বেষ্টনী পেরিয়ে মার্লিন বরাবর গুরুত্ব দিয়েছে উন্নত জীবনযাত্রার দিকে। তাদের হাত ধরেই বহু পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বপ্নের বাসস্থান। সময়ের সঙ্গে সেই পরিসর বেড়েছে। সংস্থা পা রেখেছে কলকাতার বাইরেও।