আরও একটা ইংরেজি বছর চলে গেল। করোনা অতিমারির আবহে বছরের ৯টা মাস ধরে জীবন অনেকটাই থমকে। গোটা বিশ্বের। বাঙালিরও। সমাজ-জীবন-কর্মক্ষেত্রে অনেক কিছুই করে ওঠা যায়নি। কিন্তু পুরোপুরি থামিয়েও রাখা যায়নি মানুষকে। এই আবহেও বিশ্ব জুড়ে অনেক মানুষ আপন আপন কর্মক্ষেত্রে সচল থেকেছেন। সচল রেখেছেন। ছাপ রেখে গিয়েছেন। এই মানুষদের মধ্যে বাঙালির সংখ্যাও কম নয়। আনন্দবাজার ডিজিটাল খুঁজে বার করতে পেরেছে বাঙালি বা বঙ্গবাসী এমনই সেরা ৫ জনকে। তাঁরাই পাচ্ছেন ‘বছরের বেস্ট’।

বছরের বেস্ট ২০২০

Play
অনুষ্ঠান হয়েছিল রাজভবনে। অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। ছিলেন তাঁর স্ত্রী-ও। কোভিডবিধির কড়াকড়ির জন্যই অনুষ্ঠানে সব সম্মানপ্রাপক আসতে পারেননি।

ছবিতে বছরের বেস্ট ২০২০

যেমন গেল দিনগুলো
সেরা বই