Advertisement
০৫ নভেম্বর ২০২৪

‘মা’ ভাবনার চিন্তাসূত্রে গাঁথা কাব্যমালা

মায়ের বিভিন্ন রূপ নিয়ে সার্ভে পার্ক অদ্বিতীয়া গত ১ ডিসেম্বর রবীন্দ্রসদনে আয়োজন করল তাদের অনুষ্ঠান ‘কবিতা মোমেন্টস’। একক আবৃত্তিতে ছিলেন অন্তরা দাস। প্রায় দু’ঘণ্টা তিনি আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান প্রসঙ্গে অন্তরার বক্তব্য: “মা-কে অনুষঙ্গ করেই কবিতা মোমেন্টস সাজানো হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ২০:১৫
Share: Save:

মায়ের বিভিন্ন রূপ নিয়ে সার্ভে পার্ক অদ্বিতীয়া গত ১ ডিসেম্বর রবীন্দ্রসদনে আয়োজন করল তাদের অনুষ্ঠান ‘কবিতা মোমেন্টস’।

একক আবৃত্তিতে ছিলেন অন্তরা দাস। প্রায় দু’ঘণ্টা তিনি আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান প্রসঙ্গে অন্তরার বক্তব্য: “মা-কে অনুষঙ্গ করেই কবিতা মোমেন্টস সাজানো হয়েছে।” অন্তরার একক আবৃত্তির অনুষ্ঠানের সঙ্গে সেই ভাবনা থেকেই তাই সামিল হয়েছিলেন সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী। আবৃত্তির একটি অংশে ছিলেন শোভনসুন্দর বসু। কবিতার সঙ্গে নৃত্যেরও মিশেল দেখা যায় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে ছিল কোহিনূর সেন বরাটের ‘শিঞ্জন’।

কৌশিক মণ্ডলের ক্যামেরায় ফ্রেমবন্দি অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত।

অন্য বিষয়গুলি:

antara das recitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE