২০১০ সালে ‘বীর’ ছবিতে সলমনের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন জ়ারিন। ২০১১ সালে ‘রেডি’ ছবিতে একটি গানে দেখা যায় তাঁকে। সলমনের ছবিতে যে সব নায়িকার অভিনয়ে প্রথম হাতেখড়ি হয়, তাঁরা সাহসী দৃশ্যে অভিনয় করতে খুব একটা স্বচ্ছন্দ হন না। কিন্তু এই ছক ভেঙেছেন খোদ জ়ারিন। ‘হেট স্টোরি ৩’ ছবিতে জ়ারিনের সাহসিকতার পরিচয় পাওয়া গিয়েছে। তবে সলমনকে বড্ড ভয় পেতেন তিনি।
আরও পড়ুন:
কলেজজীবনে নাকি বেশ কয়েক বার সলমনের পিছু ধাওয়াও করছেন। অভিনেতা যখন মোটরবাইকে চেপে বেরাতেন সেই সময় তাঁকে নাকি ধাওয়া করতেন জ়ারিন। তাতে লাভ কিছু হয়নি। তবে শেষ পর্যন্ত সেই তারকার বিপরীতেই মেলে ছবি করার সুযোগ। কিন্তু যখন ‘হেট স্টোরি ৩’-এ অভিনয়ের প্রস্তাব এসেছিল, তখন ভয় পেয়েছিলেন জ়ারিন। ছবিটা যে তিনি করছেন, সে কথা সলমনকে জানাতে ভয় পেতেন। ওই ছবিতে একাধিক সাহসী দৃশ্যে দেখা যায় অভিনেত্রীকে। এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা সলমনের থেকে দীর্ঘ দিন লুকিয়ে রেখেছিলেন জ়ারিন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “দীর্ঘ দিন ধরে সলমন জানতই না যে, আমি ‘হেট স্টোরি ৩’ করছি। আমি খুব ভয়ে ছিলাম। ওঁর সঙ্গে এ বিষয়ে আলোচনা করার সাহস ছিল না। কারণ ওঁর ভাবনাচিন্তা জানি। জানতাম, এ কথা ওকে বলা ঠিক হবে না। সলমনকে খুব ভয় পাই। সলমন যখন আমার সামনে থাকে, আমি পুরো অন্য মানুষ হয়ে যাই। কথা হারিয়ে ফেলি।”