এর পর থেকে ‘রকি ভাই’ থাকলেও সেই চরিত্রে যশ থাকবেন না। ফাইল চিত্র।
‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজ়িতে ‘রকি ভাই’ নেই, তা কি হয়? পর পর দু’টি ছবিতে দর্শকের মন ছুঁয়েছিল সেই চরিত্র। অভিনয় করেছিলেন যশ। তার পর থেকে তিনিও খ্যাতির শিখরে। তবে সদ্য জানা গেল, এর পর থেকে ‘রকি ভাই’ থাকলেও সেই চরিত্রে যশ থাকবেন না। নতুন পরিকল্পনা নিয়ে পরবর্তী পদক্ষেপ করতে চলেছেন প্রযোজক বিজয় কিরাগান্দুর। তিনি জানিয়েছেন, ‘কেজিএফ’-এর পালা এখানেই সাঙ্গ নয়। মার্ভেলের মতো ফ্যান্টাসি বিশ্ব গড়বেন তিনি। এক ছবির সুপারহিরো ঝাঁপিয়ে পড়বে অন্য ছবিতে, ত্রাতা হয়ে। যদিও ‘কেজিএফ-৩’-এর শুটিং শুরু হতে অনেকটাই দেরি।
গত বছর, ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘কেজিএফ-২’। সেখানে যশকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল। তবে বক্স অফিসে বিপুল সফল এক ছবির তৃতীয় পর্বেই কি এতটা রদবদল? না। বিজয় বললেন, “ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম পর্বে না-ও থাকতে পারেন যশ। অন্য কোনও নায়ক ‘রকি ভাই’ হবেন। যেমন জেমস বন্ড সিরিজ়ে নায়ক বদলে বদলে যেতে থাকেন, এখানেও তা-ই হবে।”
ইতিমধ্যে পরিচালক প্রশান্ত নীল তাঁর নতুন ছবি ‘সালার’ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ‘কেজিএফ ৩’-এর কাজ শুরু হতে হতে সেই ২০২৫ সাল!
২০২২ সালে মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছিল প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’। হিন্দি সংস্করণটি বক্স অফিসে ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল। অন্যান্য ভাষা মিলিয়ে এই চলচ্চিত্রের সামগ্রিক সংগ্রহ ৯০০ কোটি পার হয়েছে। সব মিলিয়ে ব্যবসার অঙ্ক ১১৭০ কোটি ছাড়িয়েছিল, যা দেশে তো বটেই, উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল বিশ্ব-বাণিজ্যেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy