তাঁর চলাফেরায় সব সময় একটা ‘দাদা’সুলভ ভঙ্গি থাকে। তাই তো ভক্তেরা তাঁকে ‘ভাইজান’ বলে ডাকেন। বলিউডে এ কথা সকলেই জানেন, বন্ধুদের প্রাণ দিয়ে ভালবাসেন সলমন খান। কিন্তু তাঁর মেজাজ খারাপ হলেই মুশকিল। এ বার কি ভক্তদের উপর চটলেন তিনি?
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে দিল্লি বিমানবন্দরে, সঙ্গী বোন অর্পিতা খান। স্বভাবসুলভ ভঙ্গিতেই তিনি উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই ভাইজানের সঙ্গে ছবি তোলার আবদার। সাদা টি-শার্টের উপর কালো চামড়ার জ্যাকেট, ডেনিম প্যান্ট, পরিপাটি করে আঁচড়ানো চুল আর হালকা দাড়ি-গোঁফে সলমনকে চেনা বলে মনে হয়েছিল ভক্তদের। চেনা নায়কের মতো ছবি তুলতে রাজিও হয়ে যান তিনি। কিন্তু তাঁর চোখমুখের ভাব যেন একেবারে আলাদা। হাসির লেশমাত্র নেই মুখে। দু’একটি ছবি তোলার পরই গম্ভীর মুখে হেঁটে চলে যান বিমানবন্দরের ব্যক্তিগত কামরায়।
আরও পড়ুন:
সেই মুহূর্ত বন্দি হয়ে যায় উপস্থিত ছবিশিকারিদের ক্যামেরায়। ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। শুরু হয় আলোচনা। সলমনের চোখেমুখে উদ্বেগের ছাপ লক্ষ করেছেন সকলেই। যেন তাঁর চোখের মণি কোথাও স্থির হতে পারছে না। চোয়ালেও লেগে রয়েছে বিরক্তির কাঠিন্য। কেন এমন করছেন ভাইজান? কোনও কারণে ভিড়ের মধ্যে ভয় পাচ্ছেন না তো? উঠেছে প্রশ্ন। আবার ছড়িয়ে পড়া ভিডিয়োর মন্তব্য বাক্সেও উঠে এসেছে উত্তর। এক অনুসরণকারী লিখেছেন, “খুব বিরক্ত।” আবার এক ভক্ত লিখেছেন, “সৌদি, দুবাই হয়ে মুম্বই, সেখান থেকে ফের দিল্লি, সলমন আসলে খুব ক্লান্ত।” প্রিয় নায়কের পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তেরা। অনেকেই বলেছেন, দীর্ঘ বিমান সফরের ক্লান্তিতেই এমন বিরক্ত অভিনেতা। তার উপর তাঁর পিঠের ব্যথা তো রয়েছেই, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন সকলে। তবে সলমনের এমন ভাবভঙ্গিতেও ঘায়েল সকলে। অনেকেই বলেছেন, তাঁকে ভাল লাগছে। এমনকি সলমনের গালের দাড়ি যে হালকা করে ছাটা হয়েছে তা-ও নজর এড়ায়নি অনুসরকারীদের।
সম্প্রতি নিজের ভাগ্নে আয়ান অগ্নিহোত্রীর একটি গানের ভিডিয়ো প্রকাশ করতে দুবাই গিয়েছিলেন সলমন। তার পর তাঁকে এই প্রথম দেখা গেল দিল্লি বিমানবন্দরে। আপাতত সারা দেশে তাঁর অগণিত ভক্ত অপেক্ষা করছেন পরবর্তী ছবি ‘সিকন্দর’-এর জন্য।