একসঙ্গে কাজ করছেন অরিজিৎ সিংহ ও রূপম ইসলাম— এমনই ঘোষণা হয়েছিল ২০২৩ সালে। এমনকি সমাজমাধ্যমে রূপম একটি ভিডিয়োও ভাগ করে নিয়েছিলেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, রূপমের একটি গান গিটারে বাজাচ্ছেন অরিজিৎ। তার পর দু’জনে গলা মিলিয়ে গান ধরেন, ‘কেন করলে এ রকম’। ক্যাপশনে রূপম লিখেছিলেন, “নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ, আসছে। বিস্তারিত জানবেন পরে।”
সেই পুরনো ভিডিয়ো ফের সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাগ করে নিয়েছে অরিজিতের অনুরাগীদের একটি পেজ। তাঁরা সেই ভিডিয়ো ভাগ করে নিয়ে জানতে চেয়েছেন, কেন দু’বছর পার হয়ে গেলেও সে গান প্রকাশিত হল না। সেই প্রশ্নের উত্তর নিজেই সমাজমাধ্যমে দিয়েছেন রূপম।
‘অরিজিতিয়ানস্’ নামের সেই ‘ফ্যানপেজ’-এর তরফে লেখা হয়, “দুই বছর হয়ে গিয়েছে এখনও কোনও গান আসেনি। যদিও বহুলপ্রতীক্ষিত মেলবন্ধন হবে এটি। ২০২৩ সালে এক ভিডিয়োবার্তায় অরিজিৎ সিংহ ও রূপম ইসলাম ঘোষণা করেছিলেন, তাঁরা নতুন কাজ শুরু করতে চলেছেন।” এই পোস্ট ভাগ করে নিয়ে রূপম লিখেছেন, “‘অরিজিতিয়ানস্’ যে দাবি করেছেন, তা সঙ্গত। তাই এই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমত, যে গানটি অরিজিৎ রেকর্ড করবেন, তা খুঁজে বের করতে সময় লেগেছে। যে হেতু এটা ছবির গান হচ্ছে না, তাই খুঁজে বের করার দায়িত্ব আমি অরিজিৎকেই দিয়েছিলাম। তিনি আমায় তিন-চারটি পছন্দ জানান। আমি তার থেকে একটি বেছে নিই।”
আরও পড়ুন:
গান বাছাই পর্ব সম্পূর্ণ হলেও, রেকর্ডিং এখনও হয়নি। সেই প্রসঙ্গে রূপম লিখেছেন, “এর পর (গান বাছাই পর্বের পর) দীর্ঘ দিন অরিজিৎ কোনও গান রেকর্ড করেননি। তিনি কণ্ঠস্বরের বিশ্রামের জন্য ছুটি নিয়েছিলেন। আনন্দের কথা হল, তিনি গলা আবার সারিয়ে কাজে যোগ দিয়েছেন, এবং একটার পর একটা কনসার্ট করতে শুরু করেছেন। তাঁর পক্ষ থেকে বলা হয়েছে, তিনি এপ্রিল মাসে গানটি রেকর্ড করবেন। আশা করি, তাঁর গলা ঠিক থাকবে, তিনি রেকর্ড করতে পারবেন। তবে এটি তো ছবির গান নয়, প্রকাশের নির্ধারিত কোনও সময় নেই। কাজেই সময়-সংক্রান্ত চাপ এখানে নেই। অরিজিৎ নিজের স্বচ্ছন্দমতো সময়েই রেকর্ড করবেন। আমার তরফ থেকে তাঁর সময় নির্বাচনে সম্পূর্ণ সমর্থন থাকবে।”
এই প্রসঙ্গে ২০২৩-এর এক সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনকে রূপম বলেছিলেন, “অরিজিৎ অত্যন্ত ব্যস্ত মানুষ। আমরা দু’জনে মিলে ঘোষণা করেছিলাম। ও বলেছিল দেরি হবে, আমিও বলেছিলাম দেরি হবে। আমি কিন্তু যে কাজগুলি করার কথা, সব পাঠিয়ে দিয়ে অপেক্ষা করছি। ও তো খুবই ব্যস্ত। ও তো একজন আন্তর্জাতিক শিল্পী। কাজেই, ও যে দিন আবার সময় দিতে পারবে, সে দিন হবে। এটা তো ছবির কাজ নয়। এর পিছনে কোনও প্রযোজক নেই। এটা সম্পূর্ণ ওর-আমার ইচ্ছের ব্যাপার। তবে এটা ছবির কাজ হলে ও অনেক আগেই সময় দিতে পারত বলে নিশ্চিত। কারণ সেখানে কিছু চাপ থাকে।”