তিনি ছোট পর্দার দাপুটে খলনায়িকা। দর্শক বরাবর এ ভাবেই তাঁকে পেয়েছে। কিন্তু এ বার স্বাগতা মুখোপাধ্যায় আর খল নন। নতুন ধারাবাহিক ‘পুতুল টিটিপি’তে তিনি ইতিবাচক এক চরিত্রে।
এমন আশ্চর্য ঘটনা কী করে ঘটল? দুষ্টুমি ছাড়া স্বাগতা থাকতে পারবেন? কৌতূহল নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। প্রশ্ন শুনে ফোনের ও পারে অভিনেত্রী জানিয়েছেন, পর্দার ফাঁক বাস্তবে পূরণ করে নিচ্ছেন। সেটের বাকি সহ-অভিনেতাদের সঙ্গে খুনসুটি করে।
সোমবার, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে প্রতি দিন ‘সান বাংলা’য় দেখানো শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। এত দিন স্বাগতাকে নায়ক বা নায়িকার দুষ্টু মা কিংবা পিসিমা হিসাবেই দেখেছেন দর্শক। এই ধারাবাহিকে তিনি ঠাকুমার ভূমিকায়, নাম যোগমায়া। তবে নায়ক তাঁকে ‘ঠাম্মা’ বলে ডাকেন। বাকিদের তিনি ‘মাঠান’। যোগমায়া ইতিবাচক মনের মানুষ হলেও খুবই দাপুটে। অন্যায়ের প্রতিবাদ করেন। অন্যায়কারীকে দমনও করেন কৌশলে। তাঁর কথায়, “যেমন, আমার এক বৌমা— সে চায় সমস্ত ক্ষমতা তার মুঠোয় থাকবে। আমিও সেটা জানি। তাই যথাসময়ে তাকে দমন করি।” ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনিও খুশি।
ধারাবাহিকের প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, এক স্বল্পশিক্ষিতার অতি শিক্ষিত পরিবারে বিয়ে হয়েছে। উঠতে-বসতে ‘শাশুড়ি’ রূপাঞ্জনা মিত্র তা নিয়ে খোঁটা দেন। অর্থাৎ, তিনি এই ধারাবাহিকে খলনায়িকা। ‘মাঠান’-ই কি তা হলে নায়িকার সহায়? প্রশ্ন ছিল স্বাগতার কাছে। তাঁর মতে, এই উত্তর জানতে গেলে ধারাবাহিক দেখতে হবে।
আর কেন তিনি এ বার ইতিবাচক চরিত্রে, রসিকতা করে বুঝিয়ে দিয়েছেন তা-ও, “আমি আর রূপাঞ্জনা জুটি বেঁধে দুষ্টুমি করলে পর্দা জ্বলে যাবে। দর্শক আর ধারাবাহিক দেখবে না। তাই একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুন:
কিন্তু দর্শক কি তাঁকে ‘ভাল’ চরিত্রে মেনে নেবেন? স্বাগতার কথায়, “ধারাবাহিক কয়েক দিন চলার পর সেটা বুঝতে পারব।” একটু থেমে আরও যোগ করেছেন, অন্য এক চ্যানেলের ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে তিনি পুরনো মেজাজে রয়েছেন। অর্থাৎ, খল চরিত্রে। স্বাগতার কথায়, “একটি ধারাবাহিকে আমি মন্দ, আর একটি ধারাবাহিকে আমি ভাল। জম্পেশ দুষ্টুমির পর ভাল চরিত্রে অভিনয় করে পাপ ধুয়ে নিচ্ছি! অভিনয়ের মাধ্যমেই আমার পুণ্যলাভ হচ্ছে!”
বোলপুর, বারুইপুরে আউটডোর শুটিং সেরে এনটি ১ স্টুডিয়োতে থিতু ধারাবাহিক ‘পুতুল টিটিপি’ পরিবার। “আর কয়েক দিন যাক। তার পর শুটিংয়ের অবসরে খুনসুটি, খাওয়াদাওয়া, আড্ডা— সব শুরু হবে”, জানাতে ভুললেন না স্বাগতা।