অভিনেত্রী পল্লবী দে-কে মনে আছে? লকডাউন ওঠার পরে ছোট পর্দার যে অভিনেত্রীকে মাত্র ২৫ বছর বয়সে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই সময় জানা গিয়েছিল, পল্লবী থাকতেন সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের পর সাগ্নিকের বিরুদ্ধে অভিনেত্রীকে হত্যার অভিযোগ দায়ের হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন অভিযুক্ত। তবে এখনও প্রয়াত অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ অজানা। ‘আমি সিরাজের বেগম’-খ্যাত নায়িকার মৃত্যুতে নড়ে বসেছিল টলিউড। অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁদের অন্যতম অভিনেত্রী প্রত্যুষা পাল।
এর পর থেকেই অজানা কারণে প্রত্যুষাও অভিনয় জগৎ থেকে দূরে। ২০২৪-এর শেষ পর্যন্ত তিনি বড়-ছোট পর্দা— কোথাও নেই। মাস ছয়েক আগে সায়ন্ত মোদকের সঙ্গে অভিনীত হইচই ওয়েব প্ল্যাটফর্মের একটি মিনি সিরিজ়ে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘এসো মা লক্ষ্মী’ আবার দেখানো হচ্ছে জি বাংলায়।
বাস্তবে তিনি কোথায়? কেন প্রত্যুষা অভিনয় থেকে দূরে? অভিনেত্রী কি আর বিনোদন দুনিয়ায় ফিরবেন না? তাঁর কোনও নতুন কাজ নেই কেন?
প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রত্যুষার সঙ্গে। ছোট পর্দায় তাঁর প্রথম কাজ ‘তবু মনে রেখো’ ধারাবাহিক। প্রথম অভিনয়ই তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। আচমকা অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা উঠতেই অভিনেত্রী বললেন, “আমার শেষ ধারাবাহিক ২০২০ সালে শেষ হয়। তার পরেই লকডাউন। দু’বছর কেউ কোনও কাজ করতে পারেননি। আমিও পারিনি।” ২০২২-এ খুব কাছের বান্ধবী পল্লবীর রহস্যমৃত্যু। প্রত্যুষার কথায়, ‘‘পল্লবী খুব কাছের বন্ধু ছিল তো। ওর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলাম না। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। নিজেকে সামলাতে বাধ্য হয়ে কাজ থেকে সরে যাই।”
আরও পড়ুন:
এ ভাবেই নিজেকে বিনোদন দুনিয়া থেকে সাময়িক বিচ্ছিন্ন করে নেন ‘গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে’ ধারাবাহিকের নায়িকা। জানান, স্পষ্ট বুঝতে পারছিলেন, অভিনয়ে তাঁর মনখারাপের ছায়া পড়ছে। তাই বেশ কিছু দিন ক্যামেরার সামনে না আসার সিদ্ধান্ত নেন। ২০২৪-এ আবার কাজে ফেরেন। একটি ছবিতে অভিনয় করেছেন। বিশেষ কোনও সমস্যায় ছবিমুক্তি আটকে গিয়েছে। সদ্য শেষ করলেন ‘খাঁচা’ ছবির শুটিং। এই ছবি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।
নিজের প্রসঙ্গে বলতে গিয়ে প্রত্যুষা আরও জানিয়েছেন, ছোট পর্দায় ফিরতে আগ্রহী তিনি। আবার আগের মতো অভিনয়ে ডুব দিতে চান। তার জন্য যে কোনও মাধ্যমে নিজেকে পরখ করতে প্রস্তুত। পাশাপাশি, বিনোদন দুনিয়ার বাইরে অন্য কাজেও নিজেকে মেলে ধরতে পারলে বেশি খুশি হবেন।