মাথায় চোট পেয়ে অসুস্থ ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়িকা ‘দীপা’! দিন দুয়েক পরে এই ধারাবাহিক হাজার পর্ব ছুঁয়ে ফেলবে। এই প্রসঙ্গে কথা বলতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। তখনই তিনি জানান, বৃহস্পতিবার মেদিনীপুরে মঞ্চানুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানে মঞ্চে ওঠার সময় মাথায় গুরুতর চোট পান অভিনেত্রী। সেই সময় কিছু বুঝতে পারেননি। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর।
স্বস্তিকার কথায়, “সামনে জনস্রোত, যা দেখে অভিনেতারা আনন্দে সব ভুলে যান। আমারও চোটের কথা মনে ছিল না। কেবল তাগিদ, খুব ভাল পারর্ফম করতে হবে।” অনুষ্ঠানশেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর বুঝতে পারেন, মাথায় বেশ ব্যথা। তাই নিয়েই ধারাবাহিকের শুটিংয়ের জন্য তৈরি হন। সেটে যান। শুটিংয়ে যোগ দেন। স্বস্তিকা জানেন, ‘শো মাস্ট গো অন’। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাথার ব্যথা ছড়িয়ে পড়ে কাঁধে। লম্বা সংলাপ বলতে গিয়ে কথাও জড়িয়ে যেতে থাকে।
আরও পড়ুন:
এর পরেই আর দেরি না করে তিনি পরিচালকের থেকে ছুটি নিয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যান। চিকিৎসকের কাছে যাওয়ার পথে আনন্দবাজার ডট কমের সঙ্গে কথা বলেন স্বস্তিকা। ফলে, চিকিৎসক কী পরামর্শ দিয়েছেন, সে খবর এখনও জানা যায়নি। তবে অভিনেত্রীর অনুমান, হয়তো তাঁকে স্ক্যান করাতে হবে।