Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Mamta Kulkarni

এক নায়িকার ধমক খেয়ে রাত জেগে নাচের অনুশীলন করেন শাহরুখ ও সলমন!

জানেন কি এক বার এক নায়িকার ধমকের সামনে তাঁরা দু’জনেই জবুথবু হয়ে গিয়েছিলেন! পর দিন একদম চুপচাপ শ্যুটিং করেছিলেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০৬
Share: Save:
০১ ১৫
শাহরুখ এবং সলমনের জনপ্রিয়তার কাছে পরিচালক, প্রযোজকদেরও কথা চলে না। শ্যুটিংয়ের সময় তাঁরা ঠিক যে ভাবে চান সে ভাবেই শ্যুটিং এগিয়ে চলে।

শাহরুখ এবং সলমনের জনপ্রিয়তার কাছে পরিচালক, প্রযোজকদেরও কথা চলে না। শ্যুটিংয়ের সময় তাঁরা ঠিক যে ভাবে চান সে ভাবেই শ্যুটিং এগিয়ে চলে।

০২ ১৫
কিন্তু জানেন কি এক বার এক নায়িকার ধমকের সামনে তাঁরা দু’জনেই জবুথবু হয়ে গিয়েছিলেন! পর দিন একদম চুপচাপ শ্যুটিং করেছিলেন।

কিন্তু জানেন কি এক বার এক নায়িকার ধমকের সামনে তাঁরা দু’জনেই জবুথবু হয়ে গিয়েছিলেন! পর দিন একদম চুপচাপ শ্যুটিং করেছিলেন।

০৩ ১৫
১৯৯৫ সালের চূড়ান্ত সফল ছবি ‘করণ-অর্জুন’। এই ছবিতে শাহরুখ এবং সলমনের সঙ্গে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি।

১৯৯৫ সালের চূড়ান্ত সফল ছবি ‘করণ-অর্জুন’। এই ছবিতে শাহরুখ এবং সলমনের সঙ্গে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি।

০৪ ১৫
শাহরুখ এবং সলমন প্রথম থেকেই ছবির শ্যুটিং নিয়ে যথেষ্ট গা ঢিলে ভাব নিয়ে চলছিলেন। অনেক ক্ষেত্রেই তাঁদের জন্য বার বার একই দৃশ্য শ্যুট করতে হচ্ছিল।

শাহরুখ এবং সলমন প্রথম থেকেই ছবির শ্যুটিং নিয়ে যথেষ্ট গা ঢিলে ভাব নিয়ে চলছিলেন। অনেক ক্ষেত্রেই তাঁদের জন্য বার বার একই দৃশ্য শ্যুট করতে হচ্ছিল।

০৫ ১৫
কিন্তু শাহরুখ-সলমনের জনপ্রিয়তার দিকে তাকিয়ে তাঁদের কিছুই বলতে পারছিলেন না ছবির পরিচালক। মনে মনে বিরক্ত হলেও তাঁদের সহকর্মীরাও মুখে তা প্রকাশ করছিলেন না।

কিন্তু শাহরুখ-সলমনের জনপ্রিয়তার দিকে তাকিয়ে তাঁদের কিছুই বলতে পারছিলেন না ছবির পরিচালক। মনে মনে বিরক্ত হলেও তাঁদের সহকর্মীরাও মুখে তা প্রকাশ করছিলেন না।

০৬ ১৫
বাকিদের মতো দুই নায়কের উপর বিরক্ত ছিলেন ছবির নায়িকা মমতাও। এই ছবিতে একটি নাচের শ্যুটিংয়ের সময় শেষে বিরক্তি আর চেপে রাখতে না পেরে শাহরুখ-সলমনকে খুব বকাবকি করেন মমতা।

বাকিদের মতো দুই নায়কের উপর বিরক্ত ছিলেন ছবির নায়িকা মমতাও। এই ছবিতে একটি নাচের শ্যুটিংয়ের সময় শেষে বিরক্তি আর চেপে রাখতে না পেরে শাহরুখ-সলমনকে খুব বকাবকি করেন মমতা।

০৭ ১৫
ওই দৃশ্যে শাহরুখ এবং সলমনের সঙ্গে মমতাকেও দেখা যাওয়ার কথা ছিল। এর জন্য মমতা শ্যুটিংয়ের বাইরেও খুব ভাল করে প্রশিক্ষণ নেন যাতে একটি টেক-এই পুরো নাচের শ্যুটিং শেষ হয়।

ওই দৃশ্যে শাহরুখ এবং সলমনের সঙ্গে মমতাকেও দেখা যাওয়ার কথা ছিল। এর জন্য মমতা শ্যুটিংয়ের বাইরেও খুব ভাল করে প্রশিক্ষণ নেন যাতে একটি টেক-এই পুরো নাচের শ্যুটিং শেষ হয়।

০৮ ১৫
কিন্তু হয়েছিল ঠিক উল্টো। বারবার রি-টেক দিতে হচ্ছিল মমতাকে। আসলে মমতা আগে থেকে নাচ অনুশীলন করলেও শাহরুখ এবং সলমন একেবারেই তা করেননি।

কিন্তু হয়েছিল ঠিক উল্টো। বারবার রি-টেক দিতে হচ্ছিল মমতাকে। আসলে মমতা আগে থেকে নাচ অনুশীলন করলেও শাহরুখ এবং সলমন একেবারেই তা করেননি।

০৯ ১৫
উপরন্তু তাঁরা শ্যুটিংয়ের সময়ই কোরিওগ্রাফারের কাছে একটু করে শিখে শ্যুট করছিলেন। ফলে বার বার তাঁদের রি-টেক দিতে হচ্ছিল।

উপরন্তু তাঁরা শ্যুটিংয়ের সময়ই কোরিওগ্রাফারের কাছে একটু করে শিখে শ্যুট করছিলেন। ফলে বার বার তাঁদের রি-টেক দিতে হচ্ছিল।

১০ ১৫
একটা সময়ের পর বেজায় রেগে যান মমতা। শ্যুটিং সেটেই শাহরুখ এবং সলমনের উপর চিৎকার করে ওঠেন তিনি। সেটে হাজির সকলেই বিস্মিত হয়ে যান।

একটা সময়ের পর বেজায় রেগে যান মমতা। শ্যুটিং সেটেই শাহরুখ এবং সলমনের উপর চিৎকার করে ওঠেন তিনি। সেটে হাজির সকলেই বিস্মিত হয়ে যান।

১১ ১৫
বিস্মিত হয়ে যান শাহরুখ এবং সলমনও। মমতা যে এমন একটা কাজ করে বসতে পারেন তা ভাবতেই পারেননি তাঁরা।

বিস্মিত হয়ে যান শাহরুখ এবং সলমনও। মমতা যে এমন একটা কাজ করে বসতে পারেন তা ভাবতেই পারেননি তাঁরা।

১২ ১৫
পর দিন ফের শুরু হয় ওই নাচের শ্যুটিং। সে দিন যা ঘটল তা দেখে এ বার মমতার বিস্মিত হওয়ার পালা ছিল।

পর দিন ফের শুরু হয় ওই নাচের শ্যুটিং। সে দিন যা ঘটল তা দেখে এ বার মমতার বিস্মিত হওয়ার পালা ছিল।

১৩ ১৫
ওই দিন একটি মাত্র টেক-এই নাচের শ্যুটিং নির্ভুল ভাবে শেষ করে দেন শাহরুখ এবং সলমন। কিন্তু নির্ভুল ভাবে নাচতে মমতার সমস্যা হচ্ছিল। উল্টে তাঁকেই এ বার রি-টেক দিতে হচ্ছিল। সেটে সে দিন কেঁদে ফেলেছিলেন মমতা।

ওই দিন একটি মাত্র টেক-এই নাচের শ্যুটিং নির্ভুল ভাবে শেষ করে দেন শাহরুখ এবং সলমন। কিন্তু নির্ভুল ভাবে নাচতে মমতার সমস্যা হচ্ছিল। উল্টে তাঁকেই এ বার রি-টেক দিতে হচ্ছিল। সেটে সে দিন কেঁদে ফেলেছিলেন মমতা।

১৪ ১৫
ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে নিজেই এই ঘটনার কথা জানিয়েছিলেন। আর ‘দিলওয়ালে’ ছবি মুক্তির সময় সলমনের বিগ বস-এ এসে ওই ঘটনার কথা বলেছিলেন শাহরুখও।

ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে নিজেই এই ঘটনার কথা জানিয়েছিলেন। আর ‘দিলওয়ালে’ ছবি মুক্তির সময় সলমনের বিগ বস-এ এসে ওই ঘটনার কথা বলেছিলেন শাহরুখও।

১৫ ১৫
ওই প্রথম নাকি কোনও নায়িকা তাঁদের ধমক দিয়েছিলেন এবং ধমক খেয়ে পর দিন রাত জেগে ভোর ৫টা পর্যন্ত অনুশীলন করেন দু’জনে।

ওই প্রথম নাকি কোনও নায়িকা তাঁদের ধমক দিয়েছিলেন এবং ধমক খেয়ে পর দিন রাত জেগে ভোর ৫টা পর্যন্ত অনুশীলন করেন দু’জনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy