বলিউড যেন গোলোকধাঁধা। গ্ল্যামারের চক্রব্যুহে এখানে শত শত প্রতিভা চাপা পড়ে যায়, বহু মানুষকে খ্যাতির শীর্ষে থেকেও বেছে নিতে হয় অন্তরাল। এ রকমই এক নায়িকা জ্যাসমিন। আশির দশকে সিনেমাপ্রেমীদের ঘুম কেড়ে নেওয়া 'সবচেয়ে সুন্দরী ভূত'। যাঁকে শেষ দেখা গিয়েছিল রামসে ভাইদের বিখ্যাত হরর ছবি 'ভিরানা'-তে। এর পর কোথায় গেলেন তিনি? কেমনই বা আছেন এখন?