ছবির একটি দৃশ্যে কনীনিকা।
বিয়ের পর মাছের সবচেয়ে ছোট টুকরোটা বউমাকে দিয়েছিলেন শাশুড়ি। মায়ের আদুরে মেয়েটির জন্য বিয়ের আগে সব কিছু আলাদা করে তোলা থাকত। বিয়ের পর শাশুড়ির এ হেন ব্যবহারে কেঁদে ফেলে নতুন বউ। মনকেমন দুপুর জুড়ে থাকে নতুন সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা।
চেনা লাগছে গল্পটা? আচ্ছা, ওই দিনটার কথা মনে পড়ে? যে দিন রান্নাঘরে হঠাত্ই আরশোলা দেখতে পেয়ে আপনার সে কী ভয়…! তখন তো বাঁচাতে এসেছিলেন শাশুড়িই! এই গল্পটাও হয়তো চেনাই আপনার।
আসলে প্রতিটি মেয়ের দৈনন্দিনের আঁচলে জড়িয়ে থাকা চেনা গল্পগুলো ফ্রেমবন্দি করেছেন পরিচালক পৃথা চক্রবর্তী। আসছে তাঁর ছবি ‘মুখার্জীদার বউ’। সদ্য মুক্তি পেল এই ছবির টিজার। সেখানে শাশুড়ি-বউয়ের মিঠে-কড়া সম্পর্কেরই পারদ ওঠা-নামা করছে পর্দা জুড়ে।
আরও পড়ুন, ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ থেকে সরলেন দেব-রুক্মিণী
‘উইন্ডোজ’ প্রোডাকশনের এই ছবিতে শাশুড়ির ভূমিকায় রয়েছেন অনসূয়া মজুমদার এবং বউমা কনীনিকা বন্দ্যোপাধ্যায়। শাশুড়ি-বউয়ের সম্পর্কের জটিলতা, গভীরতা, ভাল-মন্দ মিশিয়ে এগোবে ছবির গল্প। লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, বিয়ে করলেন অঙ্কিতা, দেখুন প্রথম ছবি
তবে এ ছবি শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও। আগেই জানিয়েছিলেন এ ছবির প্রেজেন্টার নন্দিতা রায়। দৈনন্দিনতার এক আলাদা আঙ্গিক বোনা হয়েছে ছবি জুড়ে। অনসূয়া, কনীনিকা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও অপরাজিতা আঢ্য, বাদশা মৈত্র, বিশ্বনাথ বসুর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি মুক্তি পাবে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে।
(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy