ছবির দৃশ্যে সোহিনী এবং রুদ্রনীল।
অনুপম রায়ের কথা মানেই জীবনযাপনের চেনা শব্দ। এটাই তাঁর স্টাইল। এটাই তাঁর সিগনেচার। সেই স্টাইল স্টেটমেন্ট মেনটেন হল সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘ভিঞ্চিদা’র নতুন গান ‘গ্যাস বেলুন’-এও। রবিবাসরীয় সোশ্যাল ওয়ালে ভেসে বেড়াচ্ছে এই নতুন গানের সুর।
২০০৮-এর মার্চে এই গানটি লিখেছিলেন অনুপম। সে গান এতদিন পরে নিজের ছবিতে ব্যবহার করলেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় সৃজিতকে ধন্যবাদ জানিয়েছেন গায়ক।
এই ছবির পোস্টারেই লেখা ছিল ‘দ্য আর্ট অব রিভেঞ্জ, দ্য রিভেঞ্জ অব আর্ট’। অর্থাত্ এ গল্প প্রতিশোধের। সে ইঙ্গিত পোস্টারেই দিয়েছেন পরিচালক।
এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ এবং ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, সোহিনী সরকার সরকার, ভরত কলের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। সব কিছু ঠিক থাকলে মুক্তি পাবে চলতি বছরের এপ্রিলে।
আরও পড়ুন, দেবের হাত ধরে রাজা, রানি আর মন্ত্রী এলেন প্রকাশ্যে…
গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
— Anupam Roy (@aroyfloyd) March 17, 2019
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাব তুমিই বলে দাও! #GasBalloonhttps://t.co/kLpq1rQ9Up
Thanks @srijitspeaketh for using this song (written in March 2008) in your film #VinciDa @SVFsocial @sohinisarkar01
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy