সইফ আলি খান। ফাইল চিত্র।
‘তানাজি’-র সাফল্যে ভাসছে গোটা ইউনিট। কিন্তু বক্স অফিসে যতই সাফল্য পাক অজয় দেবগণ, কাজল, সইফ আলি খানের তানাজি, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হচ্ছে উদয়ভান সিংহ রাঠৌরকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সইফ বলেন, ব্রিটিশরা যতদিন আসেনি ততদিন ‘ভারত’ বলে কোনও ধারণা ছিল না।
বক্স অফিসে ১৫০ কোটির বাউন্ডারি পেরিয়ে গিয়েছে ওম রাউত পরিচালিত তানাজি। এখনও দৌড় জারি রয়েছে তানাজির। তবে মাঠের বাইরে ফাউল করে নেটিজেনদের কাছে লাল কার্ড দেখতে হচ্ছে সইফকে। সইফের সাক্ষাৎকারের একটি ছোট্ট অংশের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেটি রিটুইট করে চলছে একের পর এক সমালোচনা।
সাক্ষাৎকারে সইফকে বলতে শোনা যায়, “আমার মনে হয় না ব্রিটিশরা আসার আগে ভারতের ধারণাটাই ছিল।”এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ট্রোলের শিকার হতে হচ্ছে সইফকে। পরিচালক, লেখক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী, ইন্টারভিউয়ের ওই অংশটি তুলে টুইট করে দেন। পোস্টে সইফের মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি নাম না করে যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই ফিল্ম সমালোচক অনুপমা চোপড়ারও সমালোচনা করেন।
আরও পড়ুন: অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সব থেকে লম্বা চুল এই গুজরাতি কিশোরীর
“There was no concept of India till British came”
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 19, 2020
When your student gives a duffer answer but teacher gives full marks. No wonder this stupid Film Critic refused to review #TheTashkentFiles and now is unhappy with the success of @ajaydevgn’s #Tanhaji pic.twitter.com/QmoYh2lQfK
বিবেকের পোস্টকে রিটুইট করে এক ইউজার লিখেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে ১৬০০ সালে। কলম্বাস তার আগে ১৪৯২ সালে ভারত আবিষ্কার করেন। ভারত মহাসাগরের নামকরণ হয় ১৫১৫ সালে।
আরও পড়ুন: দেখুন এভাবে আসে না তো আপনার হোম ডেলিভারির প্যাকেট!
লেখক তারেক ফতেহ-ও সইফের সমালোচনা করেন এমন মন্তব্যের জন্য। তাঁকে ইতিহাসবিদ বলে কটাক্ষ করে বলেন, শেষ বার উনি যখন ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন সেই সময় ছেলের নাম তৈমুর রাখেন।
Bollywood ‘history buff’ #SaifAliKhan claims “there was no concept of ‘India’ until the British came.”
— Tarek Fatah (@TarekFatah) January 19, 2020
Yeah right. French East India Company was about China & Vasco D’Gama went to Fiji.
Last time he invoked he invoked ‘history’ he named his son ‘Timur’
pic.twitter.com/pyZXERUQy0
এছাড়াও প্রচুর টুইটার ইউজার সইফের সমালোচনা করে একের পর এক টুইট করেন।
#saifalikhan should look this images long back before freedom(republish 1987) this map was exist so read history before quoting it mr. Saif see the places and their names. We have map which were 1000's of year back but this is enough for u right now pic.twitter.com/HBCTPVk2rm
— राहुल 🇮🇳 Rahul verma 🇮 (@Rahul_rkverma) January 19, 2020
Dear #SaifAliKhan check out some of these ancient maps which clearly mentioned India long before the British even existed. pic.twitter.com/fULTe9WvMI
— Bahadur 2.0 (@my2bit) January 20, 2020
1/n History buff #SaifAliKhan has got it completely wrong. @anupamachopra u may like to pass on this thread to him where I fix his misconceptions.
— Aabhas Maldahiyar 🇮🇳 (@Aabhas24) January 20, 2020
He says “concept of India” didn’t exist before British but evidences state otherwise. Let me first quote Manusmriti. Read on 👇🏼 https://t.co/tooVGBpFEy
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy