এই দোকানের জুতোর দাম দেখেই মাথ হাত ঋষি কপূরের। ছবি ঋষির টুইটার হ্যাল্ডেল থেকে সংগৃহীত।
সম্প্রতি নিউইয়র্কে একটি স্নিকার্সের দোকানে গিয়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কপূর। সেখানে গিয়ে স্নিকার্সের সম্ভার দেখে তিনি মোহিত হয়েছেন। কিন্তু সেই সব স্নিকার্সের দাম দেখে তাঁর মতো সেলেবেরও চোখ কপালে ওঠার জোগাড়। তাঁর সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে স্নিকার্সের দাম-সহ ছবি পোস্ট করেছেন তিনি। তার পরই ভাইরাল হয়েছে সেই ছবিগুলি।
ঋষির পোস্ট করা সেই সব ছবিতে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের স্নিকার্স। কিন্তু সেই সব জুতোর নীচে থাকা প্রাইস ট্যাগ দেখলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য। ওই ছবি পোস্ট করে ঋষি লিখেছেন, ‘১২ হাজারেরও বেশি রকমের জুতো রয়েছে নিউইয়র্কের এই স্টোরে। পাঁচ হাজার ডলার থেকে শুরু হয়ে এখানে ৪০ হাজার ডলারেরও জুতোও আছে এখানে।’
অর্থাৎ ভারতীয় মুদ্রায় কিনতে গেলে ওই দোকানে জুতোর দাম শুরু হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে। আর সেখানে জুতোর সর্বোচ্চ দাম ২৭ লক্ষ টাকা! তবে জুতোর এত দাম নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। তিনি বলেছেন, ‘‘জুতো সোনার হোক বা রুপোর, সেটা তো লোকে পায়েই পরবে।’’
Zoom on to the prices below and see it. Reminded of the saying. “Joota sone ka ho ya chaandi ka-pehna toh jaata hai paon mein” Crazy! pic.twitter.com/6NjemHFtzE
— Rishi Kapoor (@chintskap) June 27, 2019
আরও পড়ুন: প্লাস্টিকের বোতল থেকে জল খান না সলমনের ‘বজরঙ্গি ভাইজান’!
আরও পড়ুন: দেওরের বিয়েতে কেঁদে ফেললেন প্রিয়ঙ্কা!
Biggest sneaker store I have seen with more than 12,000 styles and models in NY. Shocked to see sneakers sell for $40,000/$27,000/$25,000/$20,000 etc...Most sell for$5,000 and above. pic.twitter.com/a3nY8SLvbB
— Rishi Kapoor (@chintskap) June 27, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy