কম্বল বিলি করছেন ছত্রধর মাহাতো। নিজস্ব চিত্র
মকরসংক্রান্তি উপলক্ষে চলছিল শীতবস্ত্র বিতরণ। সেই কর্মসূচি ঘিরেই সামনে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অভিযোগ— অনুষ্ঠানে জেলা ও রাজ্য স্তরের নেতারা ডাক পেলেও, ডাক পাননি ব্লকের নেতারা। এমনকি যে অঞ্চল তৃণমূল কার্যালয়ের সামনে অনুষ্ঠান হয়েছে, সেই অঞ্চলের সভাপতিকে ডাকা হয়নি বলে অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তপসিয়া অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি নিরঞ্জন দাস ওরফে লম্বু। লম্বুর সঙ্গে ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পালের বনিবনা নেই একেবারেই। ২০২২ সালে লম্বুকে তপসিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত পঞ্চায়েত ভোটের আগে দলবিরোধী কাজ করার জন্য বহু নেতাকে দল থেকে বহিষ্কার ও সাসপেন্ড করা হয়েছিল। প্রসঙ্গত, গোপীবল্লভপুর-২ ব্লকের ১০ জনকে বহিষ্কার করা হয়েছিল। তার মধ্যে ছিলেন লম্বুও।
এরপর গত বছর জানুয়ারি মাসে জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মুর হাত ধরে দলে ফেরেন লম্বু। যা মেনে নিতে পারেনটি টিঙ্কু। এমনকি গত লোকসভা ভোটে লম্বুকে ব্লক সভাপতি প্রচারে ডাকেননি বলে অভিযোগ উঠেছিল। লম্বুর বিরুদ্ধ-গোষ্ঠীর অভিযোগ, স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি শক্তিপদ করণকে ডাকা হয়নি। কারণ অঞ্চল সভাপতি ব্লক সভাপতির অনুগামী। ব্লক সভাপতির অনুগামীরা জানাচ্ছেন, ব্লক সভাপতিকে অনুষ্ঠানে ডাকা হয়নি। তবে অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ কালীপদ সরেন, রাজ্য তৃণমূলের সহ-সভাপতি চূড়ামণি মাহাতো, রাজ্য প্রাক্তন সম্পাদক ছত্রধর মাহাতো, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো, জেলা তৃণমূলের প্রাক্তন কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, মহিলা তৃণমূলের সভানেত্রী নিয়তি মাহাতো। প্রত্যেকেই মানুষজনের হাতে কম্বল তুলে দেন। মোট ৪৩০ জনের হাতে কম্বল দেওয়া হয়।
তপসিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি শক্তিপদ করণ বলেন, ‘‘ওই অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি।’’ ব্লক সভাপতি টিঙ্কু পাল বলেন, ‘‘আমাকে ডাকেনি। ব্যক্তিগত ভাবে অনুষ্ঠান করেছে। ওটা দলের অনুষ্ঠান নয়।’’ তবে ব্লক সভাপতি দলের অনুষ্ঠান নয় বলে জানালেও অনুষ্ঠান মঞ্চের ব্যনারে এক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি ছিল। যদিও লম্বু বলছেন, ‘‘রাজ্য নেতৃত্বের নির্দেশে অনুষ্ঠান করেছি। ব্লক সভাপতি-সহ সকলকে হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানিয়েছি।’’ তিনি আরও জুড়ছেন, ‘‘দলের নেতা-কর্মীরা এসেছিলেন। দলের ব্যানার ও দলের প্রতীক দিয়ে অনুষ্ঠান করা হয়েছে। ব্লক সভাপতি তো অনুষ্ঠান করতে বারণ করেনি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy