অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি।
দেশের পেট্রোল, ডিজেলের দাম নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক দল বিজেপি। আর সাধারণ মানুষ, নেটাগরিকদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে কয়েকজন সেলিব্রিটিকে। অভিযোগ তাঁরা ইউপিএ সরকারের সময় পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে টুইট করলেও এখন মুখ খুলছেন না। অভিনেতা অক্ষয় কুমারের বিরুদ্ধে তো আরও বড় অভিযোগ এনেছেন নেটাগরিকরা। তিনি নাকি পুরনো একটি টুইট ডিলিটই করে দিয়েছেন।
অক্ষয় কুমার ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “আমার মনে হয় আবার সাইকেল পরিষ্কার করার সময় এসে গিয়েছে এবং তা নিয়েই রাস্তায় বেরতে হবে।! সূত্রের মারফত জানা গিয়েছে, ফের এক বার বাড়তে চলেছে পেট্রোলের দাম।”
ইউপিএ জমানায় এমন টুইট পাওয়া গেলেও গত কয়েক বছর নাকি তিনি এই ইস্যুতে একদম চুপচাপ। শুধু তাই নয়, অক্ষয়ের ২০১২ সালের ওই টুইটিটি খুঁজেও পাওয়া যাচ্ছে না। অভিযোগ, তিনি নাকি সেটি টাইমলাইন থেকে ডিলিট করে দিয়েছেন। তবে নেটাগরিকরা অনেকেই স্ক্রিন শট নিয়ে রেখেছেন। সেই ছবি পোস্ট করে কটাক্ষ করতে ছাড়েননি অক্ষয়কে।
আরও পড়ুন: এতক্ষণ কেউ বরফের মধ্যে বেঁচে থাকতে পারেন? নিজের রেকর্ড ভাঙলেন এই অস্ট্রিয়
দেখুন সেই টুইট:
Wonder why .@akshaykumar deleted this tweet.
— Mr Certitude (@Swapzz) May 21, 2018
Maybe he doesn't have the STREANH to face public with increasing #petrolpricehike ? pic.twitter.com/wkAZYsYj5T
শুধু অক্ষয় নয়, অমিতাভ বচ্চনেরও ২০১২ সালের একটি টুইট ফের ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সে বছর ২৪ মে টুইটারে তিনি পেট্রোলের দাম নিয়ে কৌতুকের ছলে সমালোচনা করেন। তবে অমিতাভ সেই টুইট ডিলিট না করলেও এখন কেন তিনি পেট্রোলের দাম নিয়ে চুপ, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটাগরিকরা।
আরও পড়ুন: ইউটিউবে সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিয়ো, কোনগুলি আপনি দেখেছেন?
দেখুন সেই টুইট:
T 753 -Petrol up Rs 7.5 : Pump attendent - 'Kitne ka daloon ?' ! Mumbaikar - '2-4 rupye ka car ke upar spray kar de bhai, jalana hai !!'
— Amitabh Bachchan (@SrBachchan) May 24, 2012
তবে নেটাগরিকদের প্রশ্ন আর কটাক্ষের মুখে আরও কয়েকজন তারকাকে পড়তে হয়েছে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা অনুপম খের, পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অশোক পণ্ডিতের মতো তারকারা।
দেখুন সেই টুইট:
The price of petrol and diesel in the Modi government is skyrocketing, inflation is at its peak level,
— Sanjeev Sharma (@SanjeevINC) May 22, 2018
Before 2014, Amitabh, Ashok Pandit, Vivek Agnihotri, Akshay Kumar and Anupam Kher, who oppose rising prices of petrol and diesel, why silent? #FuelLootBySuitBoot @IYC pic.twitter.com/aL6CyLmvYz
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy