দীর্ঘ বন্ধুত্ব ছিল তাঁদের। মৃত্যুতেও আশ্চর্য মিল! আট বছরের তফাতে এই দুই সেলেব বন্ধুর মৃত্যু এল একই ভাবে। একই তারিখে। তাঁরা বিনোদ খন্না ও ফিরোজ খান। ২০০৯-এ আজকের দিনেই ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ফিরোজের। আজ ক্যানসারজনিত কারণেই ইউরিনারি ব্লাডারে অত্যধিক সংক্রমণে প্রয়াত হলেন বিনোদ খন্না। প্রয়াণের সময় ৬৯ বছর বয়স ছিল ফিরোজের। বিনোদ ছিলেন ৭০। এই বিষয় নিয়ে আজ টুইটও করেন ঋষি কপূর।
আরও পড়ুন, প্রয়াত অভিনেতা বিনোদ খন্না
১৯৭৬-এ ‘শঙ্কর শম্ভু’ ছবিতে দুই নায়ক প্রথম একত্রে অভিনয় করেন। তার পরে ১৯৮০-র ছবি ‘কুরবানি’। ৩৩ বছর আগে মুক্তিপ্রাপ্ত সেই ছবি থেকেই শুরু হয় বন্ধুত্বের রসায়ন। সেই ছবির বিখ্যাত ডায়লগ, ‘ঈশ্বর কা দুসরা নাম দোস্তি হ্যায়’— আজও সিনেপ্রেমীদের কানে বাজে। গোটা তিনেক ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন বিনোদ ও ফিরোজ। কিন্তু পর্দার বাইরে বন্ধুত্ব অটুট ছিল শেষ দিন পর্যন্ত। মৃত্যুও যেন সেই ইঙ্গিত দিল বলে মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।
আরও পড়ুন, কখনও কখনও অমিতাভের থেকেও বেশি পারিশ্রমিক পেয়েছেন
Strange coincidence. Friends Vinod Khanna and Feroz Khan die the same day 27th April. Khan sahab passed away 27th April 2009 Bangalore.
— Rishi Kapoor (@chintskap) April 27, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy