Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Entertainment News

বিক্রম আপাতত নেই, ‘ইচ্ছে নদী’তেও দেখানো হবে দুর্ঘটনা

গত ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনার পর বৃহস্পতিবারই বাড়ি ফিরেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর ঘাড়ে, কোমরে এখনও চোট রয়েছে। মাথার ব্যান্ডেজও খোলা হয়নি। এ দিনই টালিগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়ে বিক্রমকে নোটিস দিয়ে আসে।

‘ইচ্ছে নদী’ সিরিয়ালের একটি দৃশ্যে বিক্রম।

‘ইচ্ছে নদী’ সিরিয়ালের একটি দৃশ্যে বিক্রম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ২০:২৫
Share: Save:

গত ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনার পর বৃহস্পতিবারই বাড়ি ফিরেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর ঘাড়ে, কোমরে এখনও চোট রয়েছে। মাথার ব্যান্ডেজও খোলা হয়নি। এ দিনই টালিগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়ে বিক্রমকে নোটিস দিয়ে আসে। তাঁকে আগামী সাত দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাই এই মুহূর্তে অভিনয়ে ফেরার কোনও সম্ভাবনা নেই তাঁর।

আরও পড়ুন, সোনিকার মৃত্যু: বিক্রমকে সাত দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ

বিক্রমের পরিবার সূত্রের খবর, তিনি এখনও ট্রমায় আছেন। দুর্ঘটনা নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু বিক্রম ‘ইচ্ছে নদী’ ডেলি সোপের মূল অভিনেতা। তাঁকে ছাড়া সিরিয়ালটি চালিয়ে নিয়ে যাওয়া বেশ সমস্যার। তবুও এর মধ্যেই উপায় বের করেছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর, সিরিয়ালের গল্পেও সম্ভবত দেখানো হবে দুর্ঘটনা। বিক্রম অভিনীত চরিত্র অনুরাগ দুর্ঘটনার পর নিঁখোজ দেখানো হবে বলে খবর। আর তাতেই উদ্বিগ্ন দেখানো হবে তাঁর রিল পরিবারকে। সেখান থেকেই অন্য দিকে বাঁক নেবে কাহিনি।

আরও পড়ুন, গতিই আমাকে সবচেয়ে বেশি টানে, বলেছিলেন সনিকা

এর আগে মারা গিয়েছিলেন অভিনেতা কুণাল মিত্র, পথ দুর্ঘটনায় মারা যান অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। অভিনেতা রনি চক্রবর্তীরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। প্রতি ক্ষেত্রেই সংশ্লিষ্ট ধারাবাহিকগুলিতে সেই চরিত্রগুলিকে বাধ্য হয়েই শেষ করে দেওয়া হয়। বিক্রমের দুর্ঘটনার কারণে তাঁর অনুপস্থিতিকে মোকাবিলা করতেই গল্পে নতুন মোড় আনা হবে বলে খবর। খুব তাড়াতাড়িই এই নতুন গল্প পর্দায় দেখবেন দর্শকেরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE