শনিবার পুরনো পরিচালক সংগঠন ইআইএমপিডিএ (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন)-র বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হল। বৈঠকে সমস্ত পরিচালক সদস্যদের সম্মতিতে কার্যকরী সভাপতি নিযুক্ত হন বর্ষীয়ান পরিচালক অনুপ সেনগুপ্ত। সম্মাননীয় সভাপতির পদে স্বপন সাহা। খবর, এই পদে পুরনো পরিচালক সংগঠন চেয়েছিল আর এক বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়কে। তিনি রাজি না হওয়ায় সেই পদে বেছে নেওয়া হয় স্বপন সাহাকে।
দীর্ঘ অসুস্থতার পর প্রভাত রায় এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। গত বছর মেয়ে একতা ভট্টাচার্যের সহায়তায় আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ লিখেছেন। এ ছাড়াও, তাঁর লেখা চিত্রনাট্য অবলম্বনে তৈরি হয়েছে বিজ্ঞাপনী ছবি। খবর, নতুন বছরে আবারও পরিচালনায় ফিরতে পারেন তিনি। সব মিলিয়ে তিনি সম্মাননীয় সভাপতি হবেন, সেটাই স্বাভাবিক। সেই ডাক ফিরিয়ে দিলেন প্রভাত! কেন?
ঘটনা জানার পরে প্রভাত রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। বর্ষীয়ান পরিচালকের যুক্তি, “প্রথমত, এখনও সম্পূর্ণ সুস্থ হইনি। ফলে, বেশির ভাগ বৈঠকে হয়তো উপস্থিত থাকতে পারব না। এ ভাবে কোনও পদ আটকে রাখতে চাই না। দ্বিতীয়ত, এই সংগঠনের আমিও পুরনো সদস্য। কিন্তু কোনও দিন এই ধরনের বিশেষ পদে বসিনি। কারণ, আমার একটাই লক্ষ্য, ছবি বানানো। সেই লক্ষ্য এখনও রয়েছে। আর নতুন করে বিশেষ তকমায় জড়াতে চাই না।”
বিশেষ পদে যোগ না দিলেও বর্ষীয়ান পরিচালক আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক সংগঠনের প্রত্যেক সদস্যকে। আনন্দবাজার অনলাইন মারফত বলেছেন, “সকলে মিলেমিশে ভাল কাজ করুন। নতুন নতুন ছবি বানান। বাংলা বিনোদন দুনিয়া আরও সমৃদ্ধ হোক, অন্তর থেকে চাইছি।”