Advertisement
১৯ নভেম্বর ২০২৪
Entertainment News

আপকামিং মুভিজ: সেপ্টেম্বর মাসে কোন কোন বাংলা ছবি দেখবেন

বাঙালি চিরকালই সিনেমা দেখতে ভালবাসে। নির্মাতারাও সে সব কথা মাথায় রেখেই পুজোর সময় ছবি রিলিজ করেন। এক ঝলকে দেখে নিন এ বারের পুজোর মাসে কোন ছবিগুলি দেখবেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৬:০২
Share: Save:
০১ ০৬
বছরখানেক ধরে অঞ্জন দত্ত তাঁর ব্যোমকেশকে নিয়ে পুজোয় আসছেন। ব্যোমকেশের মুখ বদলে গেলেও পুজো স্পেশ্যাল আগমন বজায় রয়েছে। যিশু সেনগুপ্তকে দর্শক সত্যান্বেষী হিসেবে পছন্দ করেছেন। এ বারের গল্প ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’। যাঁরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পড়েছেন, তাঁরা জানেন, গল্পটা বেশ জমাটি।

বছরখানেক ধরে অঞ্জন দত্ত তাঁর ব্যোমকেশকে নিয়ে পুজোয় আসছেন। ব্যোমকেশের মুখ বদলে গেলেও পুজো স্পেশ্যাল আগমন বজায় রয়েছে। যিশু সেনগুপ্তকে দর্শক সত্যান্বেষী হিসেবে পছন্দ করেছেন। এ বারের গল্প ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’। যাঁরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পড়েছেন, তাঁরা জানেন, গল্পটা বেশ জমাটি।

০২ ০৬
ইন্দ্রাশিস আচার্য তৈরি করে ফেলেছেন প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘বিলু রাক্ষস’। ১ সেপ্টেম্বর ছবি মুক্তি। বিলু এখানে সাধারণ মানুষের প্রতিনিধি। দৌড়চ্ছে নিয়মিত। একটা সময় এসে তাঁর মনে হয় কিছুই করা হল না। ক্লান্তি আসে। ফিরে যেতে ইচ্ছে করে শিকড়ে। ছোটবেলার চেনা জায়গায়, যেখানে শৈশবটা আজও বেঁচে আছে। কিন্তু সেটা আবিষ্কার করতে গিয়ে দেখে, সেখানে ফিরে পাওয়ার আর কিছু নেই।

ইন্দ্রাশিস আচার্য তৈরি করে ফেলেছেন প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘বিলু রাক্ষস’। ১ সেপ্টেম্বর ছবি মুক্তি। বিলু এখানে সাধারণ মানুষের প্রতিনিধি। দৌড়চ্ছে নিয়মিত। একটা সময় এসে তাঁর মনে হয় কিছুই করা হল না। ক্লান্তি আসে। ফিরে যেতে ইচ্ছে করে শিকড়ে। ছোটবেলার চেনা জায়গায়, যেখানে শৈশবটা আজও বেঁচে আছে। কিন্তু সেটা আবিষ্কার করতে গিয়ে দেখে, সেখানে ফিরে পাওয়ার আর কিছু নেই।

০৩ ০৬
প্রেমাংশু রায়ের নতুন ছবি ‘চিলেকোঠা’। ধৃতিমান চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ঋত্বিক চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির নামের মধ্যেই যেন লুকিয়ে এক মন কেমন ভাব! পরিচালক জানিয়েছেন চিলেকোঠা এখন জীবন থেকে হারিয়ে গিয়েছে। হারিয়েছে পাড়ার আড্ডা, পাশের ছাদের প্রেম, ইলিশ-চিংড়ির লড়াই। বাংলা ছবি থেকেও যেন বাঙালিয়ানা হারিয়ে গিয়েছে। সেই নস্ট্যালজিয়া থেকেই এই ছবি। ১ সেপ্টেম্বর ছবি মুক্তি।

প্রেমাংশু রায়ের নতুন ছবি ‘চিলেকোঠা’। ধৃতিমান চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ঋত্বিক চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির নামের মধ্যেই যেন লুকিয়ে এক মন কেমন ভাব! পরিচালক জানিয়েছেন চিলেকোঠা এখন জীবন থেকে হারিয়ে গিয়েছে। হারিয়েছে পাড়ার আড্ডা, পাশের ছাদের প্রেম, ইলিশ-চিংড়ির লড়াই। বাংলা ছবি থেকেও যেন বাঙালিয়ানা হারিয়ে গিয়েছে। সেই নস্ট্যালজিয়া থেকেই এই ছবি। ১ সেপ্টেম্বর ছবি মুক্তি।

০৪ ০৬
দেবের ‘ককপিট’ একেবারে অন্য রকমের ছবি। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় যেমন বলছেন, “বাংলা বা হিন্দিতে এমন ছবি আগে কোনও দিনই তৈরি হয়নি।’’ হলিউ়ডের ‘ফ্লাইট’ বা ‘সালি’ থেকে অনুপ্রাণিত এই ছবি। ছবিতে দেবের সঙ্গে রুক্মিণী আর কোয়েল রয়েছেন। প্রযোজক দেব নিজেই।

দেবের ‘ককপিট’ একেবারে অন্য রকমের ছবি। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় যেমন বলছেন, “বাংলা বা হিন্দিতে এমন ছবি আগে কোনও দিনই তৈরি হয়নি।’’ হলিউ়ডের ‘ফ্লাইট’ বা ‘সালি’ থেকে অনুপ্রাণিত এই ছবি। ছবিতে দেবের সঙ্গে রুক্মিণী আর কোয়েল রয়েছেন। প্রযোজক দেব নিজেই।

০৫ ০৬
অনিন্দ্য চট্টোপাধ্যায় একদম আটপৌরে গল্প নিয়ে আসছেন পুজোতে। ছবির গান, ট্রেলার ইতিমধ্যেই হিট। ছবির নাম ‘প্রজাপতি বিস্কুট’। তাঁর ‘ওপেন টি বায়োস্কোপ’-এর মিঠে স্বাদ এখনও দর্শকের মুখে লেগে রয়েছে। ২২ সেপ্টেম্বর পালা ‘শাওন’ ও ‘অন্তর’-এর দাম্পত্য পাঁচালি কেমন ফ্রেমবন্দি করেছেন অনিন্দ্য, সেটা দেখার।

অনিন্দ্য চট্টোপাধ্যায় একদম আটপৌরে গল্প নিয়ে আসছেন পুজোতে। ছবির গান, ট্রেলার ইতিমধ্যেই হিট। ছবির নাম ‘প্রজাপতি বিস্কুট’। তাঁর ‘ওপেন টি বায়োস্কোপ’-এর মিঠে স্বাদ এখনও দর্শকের মুখে লেগে রয়েছে। ২২ সেপ্টেম্বর পালা ‘শাওন’ ও ‘অন্তর’-এর দাম্পত্য পাঁচালি কেমন ফ্রেমবন্দি করেছেন অনিন্দ্য, সেটা দেখার।

০৬ ০৬
চুপ করে বসে নেই রানা সরকারও। তিনিও ‘চলচ্চিত্র সাকার্স’ নিয়ে পুজোয় আসছেন। মৈনাক ভৌমিকের ছবিতে সব সময়েই একটা সেন্স অব হিউমারের ছোঁয়া থাকে। এ ছবিতে তার বাড়বাড়ন্ত। ইন্ডাস্ট্রিকেই খানিকটা মক করা হয়েছে ছবিতে। একেবারে শেষ মুহূর্তে ছবির রিলিজ ঘোষণা করা হয়েছে।

চুপ করে বসে নেই রানা সরকারও। তিনিও ‘চলচ্চিত্র সাকার্স’ নিয়ে পুজোয় আসছেন। মৈনাক ভৌমিকের ছবিতে সব সময়েই একটা সেন্স অব হিউমারের ছোঁয়া থাকে। এ ছবিতে তার বাড়বাড়ন্ত। ইন্ডাস্ট্রিকেই খানিকটা মক করা হয়েছে ছবিতে। একেবারে শেষ মুহূর্তে ছবির রিলিজ ঘোষণা করা হয়েছে।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy