গোবিন্দ অরুণ আহুজা। বলিউডের ‘হিরো নং ১’। তাঁর নাচে, অভিনয়ে কয়েক দশক মাতাল। অনুরাগীদের চোখে ‘গরিবের মিঠুন চক্রবর্তী’ পা দিলেন ৫৭ বছরে। গোবিন্দর জীবনও ছবির মতোই নাকি বর্ণময়। মুম্বইয়ের বস্তি থেকে উঠে আসা আটের দশকের যুবক এক বারও কি ভেবেছিলেন একটা সময় তিনি শাসন করবেন মায়া নগরীকে? তাঁকে চোখে হারাবেন বিদেশ থেকে শিক্ষিত নীলনয়না নীলম কোঠারি? এমন অনেক অ-জানা কাহিনি জেনে নিন নায়কের জন্মদিনে!
১. বাবা অভিনেতা অরুণকুমার আহুজা। মা অভিনেত্রী নির্মলা দেবী। তাঁদের ছেলে যে অভিনেতাই হবেন, সেটাই স্বাভাবিক। পর্দার ‘কুলি নম্বর ১’-এর জন্ম কিন্তু বান্দ্রার কার্টার রোডে এক সম্ভ্রান্ত পরিবারে। তাঁর বাবা সেই সময়ে একটি ছবি প্রযোজনা করেন। ছবিটি ফ্লপ করে। দেউলিয়া আহুজা দম্পতি ছয় সন্তানকে নিয়ে এসে ওঠেন মুম্বইয়ের বস্তিতে।