রুদ্রমূর্তিতে ধরা দিলেন সলমন খান। ‘সিকন্দর’-এর প্রথম ঝলকেই সাড়া ফেলেছিলেন তিনি। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের ছবিতে লড়াইয়ের দৃশ্যে তাঁর জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে ভাইজান।
শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সলমন অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকন্দর’ বলে। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই ‘সিকন্দর’-এর উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে সে হিংসার পথ বেছে নেয় নিমেষে। তাই তার সংলাপ, “বিচার চাইতে আসিনি। এসেছি হিসাব মেটাতে।”
এই ঝলকে দেখা যায় নায়িকা রশ্মিকাকেও। সলমনের সঙ্গে তাঁর রসায়ন দেখতে উদ্গ্রীব দর্শকও। প্রথম ঝলকেও সলমনের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের যোগ।
আরও পড়ুন:
“শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” ঝলকে সলমনের এই সংলাপ নাকি লরেন্স বিশ্নোইয়ের জন্যই। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সলমন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটাগরিকদের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকে। এই ভাবেই কি তবে শত্রুদের জবাব দিচ্ছেন ভাইজান? ঝলক দেখে উৎসাহী তাঁর অনুরাগীরা। আবহসঙ্গীতেও মজেছেন তাঁরা।
সলমনকে শেষ দেখা গিয়েছিল ২০২৩-এ ‘টাইগার ৩’ ছবিতে। তার পর থেকে বেশ কিছু ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাই ‘সিকন্দর’ নিয়ে সলমন-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।