শুরুটা করেছিলেন ফিল্মমেকার শিরিষ কুন্দর। এ বার সেই ধারা বজায় রেখে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিঁধলেন বলি দুনিয়ার আরও এক ব্যক্তিত্ব। তিনি টুইঙ্কল খন্না।
আরও পড়ুন, টুইটারে যোগীর সমালোচনা করায় এফআইআর, ক্ষমা চাইলেন শিরিষ
গতকাল দিল্লির এক অনুষ্ঠানে টুইঙ্কলের কাছে জানতে চাওয়া হয় তিনি আদিত্যনাথকে নিয়ে কী ভাবেন? মহিলাদের নিয়ে যোগীর বিতর্কিত মন্তব্য সম্পর্কেই বা তাঁর কী মত? এর জবাবে টুইঙ্কল বলেন, ‘‘ওঁর এমন একটা যোগাসন করার প্রয়োজন যেটা শরীর থেকে গ্যাস বেরোতে সাহায্য করবে।’’ এরপর নিজে থেকেই তিনি বলেন, ‘‘আমি এটা নিয়ে টুইটও করেছি। আমার মনে হয়, যোগী সমাজের ফ্যাশন সেন্স-এ বেশ পরিবর্তন এনেছেন। এশিয়ান পেন্টস নিশ্চয়ই এই ঋতুর রঙ হিসেবে কমলাকে প্রেজেন্ট করবে। কমলাই হল নতুন খয়েরি- এমন একটা ট্যাগলাইনও ওরা ব্যবহার করতে পারে।’’
আরও পড়ুন, ‘মেনস্ট্রুয়েশান নিয়ে মেয়েদের লজ্জা পেতে হবে কেন?’
এর আগে সোশ্যাল মিডিয়ায় ‘গুন্ডা’ বলে যোগীর দিকে আঙুল তুলেছিলেন শিরিষ। পরে যোগীকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। লখনউয়ের ঠাকুরদ্বারা ট্রাস্টের সচিব অমিতকুমার তিওয়ারি শিরিষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর সোশ্যাল মিডিয়াতে নিঃশর্ত ক্ষমা চান শিরিষ। ' '
Asian paints must announce the new color of the season- 'Beguiling Saffron' with a tagline: Orange is the new Brown #UPset
— Twinkle Khanna (@mrsfunnybones) March 19, 2017
এর আগে সোশ্যাল মিডিয়ায় ‘গুন্ডা’ বলে যোগীর দিকে আঙুল তুলেছিলেন শিরিষ। পরে যোগীকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। লখনউয়ের ঠাকুরদ্বারা ট্রাস্টের সচিব অমিতকুমার তিওয়ারি শিরিষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর সোশ্যাল মিডিয়াতে নিঃশর্ত ক্ষমা চান শিরিষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy