Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Amir Khan

এ বার দেশে

কপূর পরিবারের আর এক সদস্য করিনা কপূর খানের মন খারাপ এ বার তাঁরা সুইৎজ়ারল্যান্ডে যেতে পারলেন না বলে।

আলিয়া, নীতু, ঋদ্ধিমা

আলিয়া, নীতু, ঋদ্ধিমা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০১:১৫
Share: Save:

বলিউড সেলেবেদের ট্রাভেল ডায়েরিজ় মানেই বিদেশের ছবি। কিন্তু করোনার জেরে তারকাদের বিদেশ ভ্রমণে কোপ পড়েছে। অতএব, দেশীয় সৌন্দর্যেই মজেছেন তারকারা। বর্ষবরণ উদ্‌যাপনে রণবীর কপূর-আলিয়া ভট্ট রাজস্থান গিয়েছেন, সঙ্গে নীতু কপূর এবং ঋদ্ধিমা কপূর। রাজস্থানে হাজির হয়েছেন রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনও। এঁরা সকলেই যে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় রয়েছে।

কপূর পরিবারের আর এক সদস্য করিনা কপূর খানের মন খারাপ এ বার তাঁরা সুইৎজ়ারল্যান্ডে যেতে পারলেন না বলে। সন্তানসম্ভবা করিনা ছুটিটা মুম্বইয়েই কাটাবেন। গস্টাড প্যালেসে না যেতে পারার দুঃখ তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সঙ্গে দিয়েছেন গস্টাড লেখা হুডি পরা তৈমুরের ছবি। দেশে ভ্রমণ বেছে নিয়েছেন আমির খানও। সপরিবার তিনি গিয়েছেন গুজরাতের গির ন্যাশনাল পার্কে। ২৮ ডিসেম্বর ছিল তাঁর ও কিরণের বিবাহবার্ষিকী। নিউ ইয়ার ইভ ও বিশেষ দিন দুই উপলক্ষ করেই তাঁদের এই সফর। আমিরের সঙ্গে ছিলেন ইমরান খানও। মালাইকা অরোরাকে নিয়ে গোয়া ভ্রমণ করছেন অর্জুন কপূর। কিছু দিন আগে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন বিদ্যা বালন এবং সিদ্ধার্থ রায় কপূর।

মলদ্বীপ এখন বলিউডের পছন্দের ডেস্টিনেশন। সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণী, টাইগার শ্রফ-দিশা পাটনি গিয়েছেন সেখানে। বছরের শেষ ছুটি কাটাতে বেড়িয়ে পড়েছেন ঈশান খট্টর-অনন্যা পাণ্ডে। দু’জনের একত্র সফর বলে দিচ্ছে তাঁরা ডেট করছেন। ক্যাটরিনা কাইফের ক্রিসমাস পার্টিতেও তাঁরা একসঙ্গে গিয়েছিলেন।

অন্য বিষয়গুলি:

Amir Khan Ranveer Singh Alia Bhatt Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy