অক্ষয়
অক্ষয়কুমারের পরবর্তী ছবির বিষয় কল্পবিজ্ঞান। শোনা যাচ্ছে, এই ছবির জন্য কেপ অব গুড ফিল্মসের তরফে জগন শক্তিকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে জগনের পরিচালনায় ‘মিশন মঙ্গল’-এ অভিনয় করেছিলেন অক্ষয়। কল্পবিজ্ঞান বিষয় হওয়ায় ছবিতে ভিএফএক্সের বহুল ব্যবহার থাকবে। আপাতত এই ছবির বাজেট ঠিক করতে ব্যস্ত নির্মাতারা। চলছে চিত্রনাট্য লেখার কাজও। ২০২১-এর শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। খরচ যাতে বাজেট ছাপিয়ে না যায়, তার জন্য ৩৮ দিনের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা করা হয়েছে। সব কিছু ঠিকঠাক এগোলে ২০২২-এ মুক্তি পাবে ছবিটি।
‘রাউডি রাঠোর’-এর পরে এই সাই-ফাই ছবিতে অক্ষয়কে আবার দেখা যাবে দ্বৈত চরিত্রে। এ ছাড়াও অক্ষয়ের হাতে রয়েছে ‘অতরঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’-র মতো একাধিক ছবির কাজ। যদিও অতিমারির কারণে ‘সূর্যবংশী’-র রিলিজ় স্থগিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy