Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Dev-Mithun-Soham

‘প্রধান’-এর পর আবার এক ছবিতে দেব-সোহম! টলিউডের জল্পনা, এ বার সঙ্গী মিঠুনও

দেব, মিঠুন, সোহম— টলিপাড়ার তিন বড় নাম। এই তিন জনকে যদি এক ফ্রেমে দেখা যায়, তা হলে কেমন হয়? ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা, তাঁদের নাকি এ বার একসঙ্গে দেখা যাবে নতুন ছবিতে।

(বাঁ দিক থেকে) দেব,সোহম চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী।

(বাঁ দিক থেকে) দেব,সোহম চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১৭:১৫
Share: Save:

এই মুহূর্তে বাংলা ছবিকে বাণিজ্যিক ভাবে সফল করার জন্য বেশ কিছু পন্থা নিয়েছেন প্রযোজকেরা। প্রথমত, চেষ্টা করছেন ইন্ডাস্ট্রির অন্দরে কোনও বৈষম্য না রেখে মিলেমিশে এগিয়ে যাওয়ার। দ্বিতীয়ত, ছবিতে ‘বড়’ মুখদের সই করানোর। যাঁদের জন্য হলে গিয়ে ছবি দেখতে চাইবেন দর্শক। এ বার নাকি সেই পথে হাঁটছেন অভিনেতা এবং প্রযোজক সোহম চক্রবর্তীও। শোনা যাচ্ছে, প্রযোজক সোহম পরিকল্পনা করছেন বড় চমকের। তাই জন্য নাকি হাত মিলিয়েছেন দেবের সঙ্গে। তাঁদের ব্যবসায়িক কোনও চুক্তি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এ বার নাকি সোহম প্রযোজিত ছবিতে দেব এবং সোহমকে একসঙ্গে দেখা যাবে। সঙ্গে রয়েছে আরও চমক।

এই মুহূর্তে সোহম এবং দেব একসঙ্গে কাজ করছেন নতুন ছবিতে। অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। শোনা যাচ্ছে, শুটিং ফ্লোরেই নাকি নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন দুই নায়ক। তবে তাঁদের পরিকল্পনা মতো সব কিছু এগোলে নতুন ছবিতে দেব এবং সোহম ছাড়াও নাকি দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ছবির নাম নাকি ‘চশমা’। ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই এই খবর শুনে অবাক। এই মুহূর্তে মিঠুনের পারিশ্রমিক আকাশছোঁয়া। সে ক্ষেত্রে সত্যিই তাঁর নতুন ছবিতে অভিনেতাকে নেওয়ার কথা ভাবছেন সোহম? চূড়ান্ত কিছুই জানা যায়নি। তবে সূত্র বলছে, কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে।

অন্য দিকে, মিঠুন বর্তমানে শুটিং করছেন সুমন ঘোষের ছবি ‘কাবুলিওয়ালা’র। এ ছাড়াও তাঁকে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখছেন সকলে। তবে কি আবারও দেবের সঙ্গে নতুন ছবিতে দেখা যাবে মিঠুনকে? তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে ইন্ডাস্ট্রির অনেকেই জানেন, দেবের সঙ্গে মিঠুনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। অন্য দিকে, সোহমের সঙ্গে আগে ছবি করেছেন তিনি। আগামী দিনে কি তিন অভিনেতাকে একই ফ্রেমে দেখা যাবে? সবটাই ক্রমশ প্রকাশ্য।

অন্য বিষয়গুলি:

Dev Mithun Chakraborty Soham Chakraborty Tollywood Actors Bengali Movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy