Advertisement
২২ নভেম্বর ২০২৪
Anirban Bhattacharya

আর ব্যোমকেশ নয়! চরিত্র থেকে অবসর নিচ্ছেন অনির্বাণ, কিন্তু কেন এই সিদ্ধান্ত?

ছ’বছর একটানা ওয়েব সিরিজ়ে ব্যোমকেশ রূপে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা বিশ্বাস করেন, সব ভাল জিনিসেরই সমাপ্তি থাকে।

Tollywood actor Anirban Bhattacharya announced that he will not portray Byomkesh anymore on screen

অনির্বাণ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৮:২৮
Share: Save:

পুজোর আগে টলিপাড়া চারটি বাংলা ছবির আগমনের জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু পুজোর আনন্দের মাঝখানেই যেন একটু বিষাদের সুর। এ বার পুজোয় ওটিটিতে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ ওয়েব সিরিজ় ‘দুর্গ রহস্য’। সোমবার সিরিজ়ের পোস্টার লঞ্চ অনুষ্ঠানেই ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে সকলকে চমকে দিলেন অনির্বাণ।

পর্দায় তখন ফুটে উঠেছে একটি বিশেষ ভিডিয়ো। অনির্বাণকে সেখানে বলতে শোনা গেল, ‘‘ছ’বছরে আটটি সিজ়ন, ২০টি এপিসোড এবং ১৩টা গল্প। অভিনেতা হিসেবে ব্যোমকেশের চরিত্রে আমার জার্নি শেষ হল। কিন্তু ব্যোমকেশের জার্নি শেষ নয়।’’ সেই সঙ্গে অভিনেতা জানিয়ে দিলেন, চেয়ার খালি থাকবে না। শীঘ্রই কোনও নতুন অভিনেতা সেখানে এসে বসবেন।

সাধারণত নতুন কোনও চরিত্রের অভিনেতা কে হবেন, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে ঘোষণা করা হয়। কিন্তু কোনও চরিত্রকে বিদায় জানাতে বিশেষ ঘোষণা, নতুনই বটে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আনন্দবাজার অনলাইনকে অনির্বাণ বললেন, ‘‘অভিনেতা হিসেবে অন্তর থেকে এটাই উপলব্ধি করেছি। সদ্য ৩৭ বছরে পা দিলাম। বুঝতে পেরেছি, অভিনেতা হিসেবে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়ার সময় হয়ে গিয়েছে। তাই সরে দাঁড়ালাম।’’ একই সঙ্গে অভিনেতা মনে করিয়ে দিলেন, বিনোদনের জগতে এই ধরনের সিদ্ধান্ত অনেক সময়েই অভিনেতার নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু সেখানে ব্যোমকেশ সিরিজ়ের প্রযোজকরা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অনির্বাণ বললেন, ‘‘আমি যা করতে পারি এবং যা করতে পারি না, এই সবটা মিলিয়েই ব্যোমকেশ চরিত্রের ক্ষেত্রে বুঝতে পেরেছি, আমার পকেটটা খালি হয়ে গিয়েছে। আমার আর নতুন কিছু দেওয়ার নেই।’’ অভ্যাসবশত বা একরৈখিক ভাবে দিনের পর দিন একটি চরিত্রে অভিনয় করার পক্ষপাতী যে অনির্বাণ নন, সে কথাও স্পষ্ট করলেন আনন্দবাজার অনলাইনের সামনে।

সৃজিত-অনির্বাণ।

সৃজিত-অনির্বাণ। ছবি: সংগৃহীত।

২০২০ সালের অগস্ট মাসের এক সন্ধ্যায় হঠাৎই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই ঘটনার সঙ্গে অনির্বাণের ঘোষণার মিল খুঁজে পেলেন সৃজিত মুখোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে সৃজিত বললেন, ‘‘এটা সম্ভব। জিনিয়াসরা এটা করতে পারেন। এই সরে যাওয়াটা অনির্বাণ অভিনেতা হিসেবে কতখানি বিচক্ষণ, সেটাই প্রমাণ করল।’’

অনির্বাণ যে ব্যোমকেশ চরিত্রে আর অভিনয় করতে চাইছেন না, বিগত কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে সে কথা শোনা যাচ্ছিল। এ রকমও শোনা যায়, অভিনেতা অনেক আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সৃজিত মুখোপাধ্যায় যখন ব্যোমকেশ পরিচালনার সিদ্ধান্ত নেন, তখন অনির্বাণ আর না বলতে পারেননি। অনির্বাণের কথায়, ‘‘বছর দুয়েক ধরে এটা মনে হয়েছিল। কিন্তু সিদ্ধান্তটা নিয়ে আমি তাড়াহুড়ো করিনি। ‘দুর্গ রহস্য’-এর পর সত্যিই মনে হয়েছিল, এর পর আমি সীমাবদ্ধ হয়ে যাব।’’

‘অবসর’ গ্রহণের এই সিদ্ধান্ত কি টলিপাড়ায় নতুন কোনও ট্রেন্ড শুরু করতে পারে? সৃজিত বললেন, ‘‘ট্রেন্ড কি না জানি না। আমি যেমন আগেই বলে দিয়েছিলাম, এটা আমার প্রথম এবং শেষ ব্যোমকেশ। নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট বলেই অনির্বাণও এই সিদ্ধান্তটা নিয়েছে।’’ অন্য দিকে অনির্বাণের মত, ‘‘এই চরিত্রটা আমাকে প্রথম বাণিজ্যিক সাফল্য দিয়েছিল। পাশাপাশি যে দর্শকরা আমাকে এত দিন ধরে এই চরিত্রে দেখে আশীর্বাদ করে এসেছেন, তাঁদের প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা রয়েছে। আমি নেহাত একটা টুইট করে বিষয়টা ঘোষণা করতে চাইনি। কোনও রকম ট্রেন্ড সেট করাও আমার লক্ষ্য ছিল না।’’

আগামী দিনে সংশিষ্ট ওটিটিতে যে নতুন ব্যোমকেশ আসবে, তা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। অনির্বাণ তাঁর চেয়ারে কাকে দেখতে চাইবেন? অভিনেতা বললেন, ‘‘আমার পর আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। আমরা সবাই মিলে খুঁজব। প্রয়োজনে আমিও নেপথ্যে কাজ করতে চাই।’’ সৃজিতও প্রশ্ন শুনেই বললেন, ‘‘এই মুহূর্তে সত্যিই বলা খুব মুশকিল। চরিত্রটা ব্যোমকেশ তো! তাই আমাকেও ভাবতে হবে।’’ অন্য দিকে ভবিষ্যতে ব্যোমকেশ সিরিজ় পরিচালনা করবেন কি না তা নিয়েও এখনও পর্যন্ত কিছু সিদ্ধান্ত নেননি বলেই জানালেন অনির্বাণ। ভবিষ্যতে যিনি তাঁর জুতোয় পা গলাবেন, সেই নতুন ব্যোমকেশকে কী টিপ্‌স দেবেন অনির্বাণ? হেসে বললেন, ‘‘কোনও টিপ্‌সই দেব না। সে যেন ফাঁকা এবং পরিষ্কার মাথায় যে ভাবে আমি শুরু করেছিলাম, সেই ভাবেই শুরু করে, সেটাই চাইব।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy