This is all about Akshay Kumar’s Rs 5 crore luxury paradise home in Goa dgtl
Entertainment news
মাঝে মধ্যেই শহর ছেড়ে এক পর্তুগিজ ভিলায় কেন চলে যান অক্ষয়?
সারা দিন শুটিং করে চলেছেন। লাফাচ্ছেন, ঝাঁপাচ্ছেন, ভিলেনদের সঙ্গে মারপিট করছেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০৯:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বলিউডের অন্যতম ব্যস্ত নায়ক অক্ষয় কুমার। সারা দিন শুটিং করে চলেছেন। লাফাচ্ছেন, ঝাঁপাচ্ছেন, ভিলেনদের সঙ্গে মারপিট করছেন।
০২১০
একই সঙ্গে অনবরত শুটিং করে চলেছেন তিনটি ছবির জন্য। সূর্যবংশী, লক্ষ্মী বম্ব এবং পৃথ্বীরাজ। এককথায় ভীষণই ব্যস্ত সিডিউল। এত এনার্জি কোথা থেকে পান অক্ষয় কুমার?
০৩১০
অক্ষয়ের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, যতই ব্যস্ততা থাকুক না কেন, প্রায় প্রতি তিনমাসে অন্তত সাত দিনের জন্য ব্রেক নেন তিনি। আর এতেই লুকিয়ে তাঁর এনার্জির রহস্য।
০৪১০
এই সময়ে কী করেন অক্ষয় কুমার? চলে যান গোয়া। অনেকেই জানেন না, গোয়ায় অক্ষয়ের নিজস্ব বাড়ি আছে।
০৫১০
অনেক বছর আগে পর্তুগিজ স্টাইলের একটি ভিলা কিনেছিলেন গোয়ায়। যার দাম পড়েছিল ৫ কোটি টাকা।
০৬১০
একেবারে সমুদ্রের ধারে এই ভিলায় সপরিবারে কাটান অক্ষয়। সেখানে এত ঘন ঘন যান অক্ষয় যে, ঠিক নিজের বাড়ির পরিবেশ হয়ে গিয়েছে সেখানে। তারকা অক্ষয়কে নিয়ে আশেপাশের লোকেদের তেমন মাথাব্যথাও নেই।
০৭১০
অক্ষয় জানিয়েছেন, “এটাই একমাত্র জায়গা যেখানে স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারি। যখন তখন পরিবারের সঙ্গে বিচে ঘুরে বেড়াতে পারি বা কোনও রেস্তোরাঁয় বসে একসঙ্গে নির্দ্বিধায় খেতে পারি।“
০৮১০
অক্ষয় কুমারের এই ভিলাটা এমন একটা জায়গায় যেখানে এখনও ফোনের নেটওয়ার্ক মেলে না। ফলে একেবারে অন্যরকম জীবন কাটান অক্ষয় কুমার।
০৯১০
ভোর ৫টায় ঘুম থেকে উঠে বিচে কিছু ক্ষণ হেঁটে বেড়ান তিনি। ওই জায়গায় পর্যটকের ভিড় খুব একটা নেই। তাই বিচ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বিচে হাঁটতে হাঁটতে ইচ্ছা করলেই সমুদ্রে ডুব দিয়ে স্নানটাও সেরে ফেলেন।