These records of Salman Khan will surprise you dgtl
Salman Khan
সলমন খানের এই রেকর্ডগুলো আজও কেউ ভাঙতে পারেননি
তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। কোনওটা ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে অনায়াসে, তো কোনওটা আবার বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সলমন খানের এমনই কয়েকটি রেকর্ড সম্পর্কে জেনে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ১০:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। কোনওটা ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে অনায়াসে, তো কোনওটা আবার বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সলমন খানের এমনই কয়েকটি রেকর্ড সম্পর্কে জেনে নেওয়া যাক।
০২০৮
সলমনের রেকর্ডের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি ৩০০ কোটি ক্লাবের ছবি। এখনও পর্যন্ত বলিউডে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে যে সব ফিল্ম, তার মধ্যে সলমন খান অভিনীত ছবি রয়েছে তিনটি—বজরঙ্গি ভাইজান, সুলতান ও টাইগার জিন্দা হ্যায়।
০৩০৮
বলিউডে যে সব ছবি ১০০ কোটির ব্যবসা করেছে, তার মধ্যে সলমনের ছবিই বেশি। সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি তা হল, ২০১০-এর পর থেকে সল্লু মিঞা যে কটা ছবি করেছেন তার সবকটিই ১০০ কোটির উপর ব্যবসা করেছে।
০৪০৮
সলমনের টানা ১৪টি ছবি ১০০ কোটির ক্লাবে সামিল হয়েছে। যার মধ্যে রয়েছে দাবাং, দাবাং ২, বডিগার্ড, রেডি, এক থা টাইগার, জয় হো, কিক, বজরঙ্গি ভাইজান-এর মতো বক্স অফিস কাঁপানো ছবি। যা বলিউডের ইতিহাসে এক অনন্য নজির।
০৫০৮
ইউটিউবেও বাজিমাত করেছেন সলমন। তার টাইগার জিন্দা হ্যায় ছবির ‘স্বোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত’ গানটি ইউটিউবে ৭৭ কোটি ৩০ লক্ষ বার দেখা হয়েছে। যা একটি রেকর্ড।
০৬০৮
২০১৭-র ৬ নভেম্বর টাইগার জিন্দা হ্যায়-এর ট্রেলার রিলিজ হয়। রিলিজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ২ কোটি ৯০ লক্ষ বার তা দেখা হয়। ৪ লক্ষ ৮০ হাজার লাইক এবং ২ লক্ষ ৫০ হাজার শেয়ার হওয়ার ফলে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেকর্ড তৈরি করেছে এই ট্রেলার।
০৭০৮
বলিউডে সবচেয়ে বেশি ব্লকবাস্টার ফিল্মের রেকর্ড রয়েছে সলমনের দখলে। এখনও পর্যন্ত ১৫টি ব্লকবাস্টার ফিল্ম উপহার দিয়েছেন দর্শকদের। যার মধ্যে ৮টি অলটাইম ব্লকবাস্টার ছবি।
০৮০৮
হাম আপকে হ্যায় কৌন ছবিটির কথা মনে আছে? ১৯৯৪ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দারুন হিট করেছিল ছবিটি। এই ছবিতে সলমনের অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। ছবিটি মুক্তি পাওয়ার পর ৭ কোটি ৪০ লক্ষ টিকিট বিক্রি হয়েছিল। ২৫ বছর ধরে এই রেকর্ড আজও কোনও ছবি ভাঙতে পারেনি।