Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
IPL 2023

১৬তম আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে আসর জমাবেন দক্ষিণের দুই তারকা! কারা তাঁরা?

কোভিডের প্রভাব পড়েছিল আইপিএল-এও। চার বছর বাদে আবার মহা সমারোহে ফিরছে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের বিশেষ আকর্ষণ একসঙ্গে দু’জন দক্ষিণী তারকার অনুষ্ঠান। কারা তাঁরা?

Tamannaah Bhatia and Rashmika Mandanna to perform at IPL 2023 opening ceremony

খেলা শুরুর আগে ধুমধাম করে অনুষ্ঠান হয়নি গত ৩ বছর। এ বার ফিরছে আইপিএল-এর পুরনো সাজ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৪:৩৩
Share: Save:

আইপিএল(ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরাবরই খুব রাজকীয় ভাবে হয়। করোনা পরবর্তী সময়ে ছবিটা বদলেছে। খেলা শুরুর আগে ধুমধাম করে অনুষ্ঠান হয়নি গত ৩ বছর। এ বার ফিরছে আইপিএল-এর পুরনো সাজ। ১৬তম আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ একসঙ্গে দুই দক্ষিণী তারকার উপস্থিতি। তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা সে দিন মঞ্চ আলো করবেন।

Tamannaah Bhatia and Rashmika Mandanna to perform at IPL 2023 opening ceremony

১৬তম আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।

আইপিএল শুরু হতে চলেছে ৩১ মার্চ। প্রথম খেলা গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে প্রথম খেলা। জাঁকজমকে কোনও ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই এ বছর। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন তমন্না। ঘড়ি ধরে চলছে অনুশীলন। অভিনেত্রী হিসাবে এই সুযোগ পাওয়াও তাঁর কাছে সৌভাগ্যের। দর্শকের হৃদ্‌স্পন্দন বাড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

রশ্মিকাও কম যান না! যদিও তাঁর পারফরম্যান্সের বিষয়ে বিশদ জানা যায়নি। বিষয়টা চমক হিসাবেই রাখতে চাইছেন কর্তৃপক্ষ। ‘পুষ্পা-২’-এর শুটিং সেরে ‘অ্যানিম্যাল’ নিয়ে ব্যস্ত তিনি এখন।গত বছর তমন্নাকে দেখা গিয়েছিল ‘প্ল্যান এ প্ল্যান বি’, এবং ‘বাবলি বাউন্সার’-এ। এ বছরও হাতে অনেকগুলি কাজ তাঁর। তমন্না অভিনীত ‘জি করদা’, ‘ভোলা শঙ্কর’, ‘জেলার’-এর মতো ছবি মুক্তির অপেক্ষায়।

অন্য বিষয়গুলি:

IPL 2023 Rashmika Mandanna Tamannaah Bhatia South Indian Actors Opening Ceremony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy