Advertisement
০৫ নভেম্বর ২০২৪
bollywood

কৃষক মৃত্যু নিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ বলি তারকারা

তিনি বলেন, ‘‘বাড়িতেও মরতেই হত এঁদের। এখানে কি লোক মারা যাচ্ছে না? ২ লক্ষ লোকের মধ্যে ৬ মাসে ২০০ জনের মৃত্যু কি অস্বাভাবিক?’’

তাপসি পান্নু ও রিচা চাড্ডা

তাপসি পান্নু ও রিচা চাড্ডা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩০
Share: Save:

শনিবার হরিয়ানার ভিওয়ানিতে দলীয় সমর্থকদের নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সে রাজ্যের কৃষিমন্ত্রী জেপি দালাল। বিতর্কিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন মারা যাওয়া কৃষকদের নিয়ে সেখানে তাঁর অনুভূতি জানতে চান এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘‘বাড়িতেও মরতেই হত এঁদের। এখানে কি লোক মারা যাচ্ছে না? ২ লক্ষ লোকের মধ্যে ৬ মাসে ২০০ জনের মৃত্যু কি অস্বাভাবিক?’’ কৃষক আন্দোলন নিয়ে চাপানউতোর চলছে সারা দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন দেশের বিরাট অংশের মানুষ। সেই বিতর্কের আগুনে ফের ঘি ঢাললেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল।

বলিউডের একাংশ অনেক দিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে সরব হয়েছেন নেটমাধ্যমে। তাঁদের মধ্যে পঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোশাঞ্জ ছাড়াও রয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর, তাপসি পান্নু, রিচা চাড্ডা, পরিচালক অনুরাগ কাশ্যপ, অনুভব সিনহা প্রমুখ।

জেপি দালালের এই মন্তব্যে ক্ষুব্ধ তাপসি পান্নু ও রিচা চাড্ডা নীরব থাকতে পারেননি। তাঁরা যতটাই ঘৃণা প্রকাশ করেছেন, ততটাই বিস্মিত হয়েছেন। ২ জনেই তাঁদের টুইটার প্রোফাইলে ২টি টুইট করেছেন।

রিচা তাঁর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘ভীষণ আপত্তিজনক! এর থেকে ভাল কিছু পাওয়ার যোগ্য আমরা'। তাপসি লিখেছেন, ‘মানবজীবনের মূল্য- শূন্য, যাঁরা তোমাদের অন্ন উৎপাদন করেন, তাঁদের মূল্য- শূন্য, কিন্তু তাঁদের মৃত্যু নিয়ে মশকরা করাটা অমূল্য! ধীর গতিতে হাততালি দেওয়া উচিত’।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE