Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Spider Man

বিনা জালেই ভারত সফর মাকড়সা মানুষের!

তাজমহল থেকে গেটওয়ে অব ইন্ডিয়া। ভারতের ঐতিহাসিক স‌ৌধের গায়ে মাকড়সা মানুষ! তবে স্ট্যান লি-র সুপারহিরোকে এখন জাল বুনতে হচ্ছে না। শিল্পীর তুলিতে সে হাজির সর্বত্র। বৃহস্পতিবার, ৪ জুলাই মুক্তি পাচ্ছে টম হল্যান্ডের ছবি ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। তার আগে ভারত জুড়ে মাকড়সা মানুষের গ্রাফিতি। আর্ট কলেজের ছাত্রদের তুলিতে মাকড়সা মানুষে ছেয়েছে দেশের স্মারক স‌ৌধ। মুম্বই, বেঙ্গালুরুতে আর্ট কলেজের ছাত্রদের তুলিতে পিটার পার্কার ঘুরছে ভারতবর্ষে। কোনও দেওয়ালে সে তাজমহলের উপরে। কোথাও আবার উঁকি দিচ্ছে গেটওয়ে অব ইন্ডিয়া-র পাশ থেকে। কোনও এক দেওয়ালে ডেলি বিউগল-এর সাংবাদিক চেষ্টা করছে ভরতনাট্যম শেখার। ছবি মুক্তির আগে উন্মাদনা ক্ষেত্র প্রস্তুত। এ যেন পুজোর আগেই ঢাকে কাঠি পড়া। আশা করা হচ্ছে, আগের ছবিগুলির মতো মাকড়সা মানুষের এই অভিযানও তুমুল জনপ্রিয় হবে ভারতে। সেই রেশ ধরে রাখতে এক দিন আগেই, ৪ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল ও তেলুগুতে। বাকি বিশ্বে ছবির মুক্তি ৫ জুলাই, শুক্রবার। টমকে স্পাইডার ম্যান হিসেবে দেখা গিয়েছে তিন বছর আগে, ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছবিতে। মাকড়সা মানুষ হিসেবে তাঁর প্রথম সোলো মুভি ‘স্পাইডার ম্যান: হোম কামিং’। এ বার সেই তালিকায় যোগ হল স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। জন ওয়াটস পরিচালিত মাকড়সা মানুষের এই অভিযানের হলিডউ প্রিমিয়ার হয়ে গিয়েছে গত ২৬ জুন। আমেরিকা জুড়ে থ্রিডি ও আইম্যাক্সে ছবিটি মুক্তি পেয়েছে মঙ্গলবারই।

স্পাইডার ম্যানের নতুন অভিযান

স্পাইডার ম্যানের নতুন অভিযান

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ২০:০৩
Share: Save:

তাজমহল থেকে গেটওয়ে অব ইন্ডিয়া। ভারতের ঐতিহাসিক স‌ৌধের গায়ে মাকড়সা মানুষ! তবে স্ট্যান লি-র সুপারহিরোকে এখন জাল বুনতে হচ্ছে না। শিল্পীর তুলিতে সে হাজির সর্বত্র। বৃহস্পতিবার, ৪ জুলাই মুক্তি পাচ্ছে টম হল্যান্ডের ছবি ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। তার আগে ভারত জুড়ে মাকড়সা মানুষের গ্রাফিতি। আর্ট কলেজের ছাত্রদের তুলিতে মাকড়সা মানুষে ছেয়েছে দেশের স্মারক স‌ৌধ। মুম্বই, বেঙ্গালুরুতে আর্ট কলেজের ছাত্রদের তুলিতে পিটার পার্কার ঘুরছে ভারতবর্ষে। কোনও দেওয়ালে সে তাজমহলের উপরে। কোথাও আবার উঁকি দিচ্ছে গেটওয়ে অব ইন্ডিয়া-র পাশ থেকে। কোনও এক দেওয়ালে ডেলি বিউগল-এর সাংবাদিক চেষ্টা করছে ভরতনাট্যম শেখার।

আরও পড়ুন:হেলমেট ছাড়া বাইকে শাহরুখ, সতর্কবার্তা দিলেন সচিন

আরও পড়ুন:লাথি মেরে বোতলের ছিপি খুলছেন স্ট্যাথাম, ভাইরাল নতুন চ্যালেঞ্জ​

ছবি মুক্তির আগে উন্মাদনা ক্ষেত্র প্রস্তুত। এ যেন পুজোর আগেই ঢাকে কাঠি পড়া। আশা করা হচ্ছে, আগের ছবিগুলির মতো মাকড়সা মানুষের এই অভিযানও তুমুল জনপ্রিয় হবে ভারতে। সেই রেশ ধরে রাখতে এক দিন আগেই, ৪ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল ও তেলুগুতে। বাকি বিশ্বে ছবির মুক্তি ৫ জুলাই, শুক্রবার।

টমকে স্পাইডার ম্যান হিসেবে দেখা গিয়েছে তিন বছর আগে, ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছবিতে। মাকড়সা মানুষ হিসেবে তাঁর প্রথম সোলো মুভি ‘স্পাইডার ম্যান: হোম কামিং’। এ বার সেই তালিকায় যোগ হল স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। জন ওয়াটস পরিচালিত মাকড়সা মানুষের এই অভিযানের হলিডউ প্রিমিয়ার হয়ে গিয়েছে গত ২৬ জুন। আমেরিকা জুড়ে থ্রিডি ও আইম্যাক্সে ছবিটি মুক্তি পেয়েছে মঙ্গলবারই।

অন্য বিষয়গুলি:

Spider Man spider man far from home jon watts tom holland
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy