Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
bollywood

‘তারাদের সঙ্গে তোমার নাচ চালিয়ে যাও’, সুশান্তের সঙ্গে তাঁর সালসা নাচের ভিডিয়ো পোস্ট করলেন স্বস্তিকা

নাচের এই মুহূর্তটুকু আজীবন তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। বলেছেন, স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাচের ভিডিয়ো দেখে অনুরাগীরাও আবেগতাড়িত হয়ে পড়েছেন।

‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-তে সুশান্ত ও স্বস্তিকা—ফাইল চিত্র।

‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-তে সুশান্ত ও স্বস্তিকা—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ১২:১৩
Share: Save:

দু’জনের পরনে ঘরোয়া পোশাক। ব্যাকগ্রাউন্ডে বাজছে পুরনো হিন্দি ছবির গান। একসঙ্গে সালসা নাচছেন তিনি এবং সুশান্ত সিংহ রাজপুত। সম্প্রতি এই ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-র মতো আসন্ন ‘দিল বেচারা’ ছবিতেও সুশান্তের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকা।

ছবির সঙ্গে একটি আবেগঘন বার্তাও পোস্ট করেছেন সুশান্তের সহ-অভিনেত্রী। লিখেছেন, ‘‘আমি এ ভাবেই সুশান্তকে মনে রাখতে চাই, সবসময়। সাদাসিধে, হাসিখুশি এবং আমুদে। আকাশের তারাদের সঙ্গে তোমার নাচ চালিয়ে যাও। ভালবাসা…..।’’

তাঁদের সালসা নাচের ছবি ক্যামেরাবন্দি করার জন্য স্বস্তিকা ধন্যবাদ জানিয়েছেন ‘দিল বেচারা’-র পরিচালক মুকেশ ছাবড়াকেও। নাচের এই মুহূর্তটুকু আজীবন তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। বলেছেন, স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাচের ভিডিয়ো দেখে অনুরাগীরাও আবেগতাড়িত হয়ে পড়েছেন।

HE danced with #kizie and then HE danced with me :-) . . I’d like to remember Sushant like this. Always. Simple. Fun loving. Jovial. Keep dancing with the stars, boy. Love. Thank you, Mukesh @castingchhabra for capturing this beautiful moment. I will cherish this forever. . . #dilbechara #behindthescenes #momentstocherish #joyfultimes #aftershoot #sushantsinghrajput #shineon

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

প্রসঙ্গত সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর এক মাস পূর্ণ হল মঙ্গলবার। গত ১৪ জুন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় মুম্বইয়ে নিজের বাড়িতে। তাঁর রহস্যমৃত্যুর তদন্ত এখনও চলছে। পাশাপাশি, প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুতে স্বজনপোষণ প্রশ্নে বিদ্ধ বলিউডের প্রতিটি মহল।

তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’ দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন দর্শকরা। জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ২০১৪ সালে মুক্তি পায় হলিউডের ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’। এই ছবির অনুসরণেই নির্মিত ‘দিল বেচারা’। ছবিতে সুশান্ত অভিনীত চরিত্রের নাম ম্যানি। দুরারোগ্য অসুখ থেকে সেরে ওঠা তরুণ ম্যানি এবং ক্যানসার আক্রান্ত তরুণী কিজি-র সম্পর্ক নিয়েই এগোয় চিত্রনাট্য। ছবিতে কিজি-র মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা।

২০১৫-য় মুক্তি পেয়েছিল দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’—ফাইল চিত্র।

এর আগে ‘দিল বেচারা’-র ট্রেলর যখন প্রকাশিত হয়েছিল, তখনও স্বস্তিকা পোস্ট করেছিলেন সুশান্তের স্মৃতিতে। লিখেছিলেন, ‘‘সবার হৃদয় জয় করে নেয় সুশান্তের হাসি। যে কোনও বিষাদময় দিনকে মজায় ভরিয়ে দিত সে।’’ দুর্দান্ত সহঅভিনেতার পাশাপাশি সুশান্তকে একজন ভাল মানুষ হিসেবেও বর্ণনা করেছিলেন স্বস্তিকা। অভিনেত্রীর বিশ্বাস, সুশান্তের স্মৃতি চিরকাল তাঁর হৃদয়ে লেখা থাকবে।

অন্য বিষয়গুলি:

Bollywood Swastika Mukherjee Sushant Singh Rajput Dil Bechara
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy