Advertisement
E-Paper

মেয়ে আরাধ্যার জন্য দুবাইয়ে বিলাসবহুল বাড়ি, কত কোটি খরচ করেছেন অভিষেক-ঐশ্বর্যা!

বছর দশেক আগেই মেয়ের জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি সম্পত্তি কিনেছিলেন বচ্চন দম্পতি। যার অন্দরে রয়েছে গল্‌ফ খেলার মাঠ, বিরাট বাগান, ঝর্না, বিশাল পুল-সহ যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা।

Aishwarya Rai bachchan abhishek bachchan real estate investment in dubai for daughter Aaradhya

আরাধ্যার জন্য কত কোটি টাকার বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বর্যা? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:৩৯
Share
Save

বছর দেড়েক ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা চলেছে। যদিও ১৮তম বিবাহবার্ষিকীতে স্বামী-কন্যাকে নিয়ে ছবি দিয়ে ঐশ্বর্য স্পষ্ট করে দেন তাঁরা একসঙ্গেই আছেন।

২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্যা ও অভিষেক। ২০১১ সালে জন্ম আরাধ্যার। তার পর থেকেই অভিনয়ের কাজ কমিয়ে দেন ঐশ্বর্যা। তাঁর ধ্যানজ্ঞান হয়ে ওঠে মেয়ে। মাস কয়েক আগেই ১৩ বছরে পা দিয়েছে আরাধ্যা। মেয়ের জন্য নতুন করে ভাবতে শুরু করেছেন অভিভাবকেরা।

যদিও বছর দশেক আগেই মেয়ের জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি সম্পত্তি কেনেন বচ্চন দম্পতি। যার অন্দরে রয়েছে গল্‌ফ খেলার মাঠ, বিরাট বাগান, ঝর্না, বিশাল পুল-সহ যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা।

২০১৫ সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। দুবাইয়ের জুমেইরা গল্‌ফ এস্টেটে তারকা দম্পতির বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়ির দামও আকাশছোঁয়া। এক ঘনিষ্ঠ সূত্রের মতে, এই বাড়ির দাম ১৬ কোটি টাকা। বাড়িতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল। রান্নাঘরও তৈরি উন্নত প্রযুক্তিতে। তবে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল হোম থিয়েটার। দুবাইয়ের এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেট্টি, অনন্ত অম্বানীদেরও। তবে সম্পত্তির দিক থেকে অভিষেকের থেকে এগিয়ে ঐশ্বর্যা। ঐশ্বর্যার মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি। অন্য দিকে অভিষেক ২৮০ কোটি টাকার সম্পত্তির অধিকারী। তবে শুধু দুবাই নয়, অভিষেক-ঐশ্বর্যার মুম্বইয়ে নিজেদের বাড়ি ছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে।

Aishwarya Rai Bachchan Aradhya Bachchan Abhishek Bachchan

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}