পুলিশের কাছে ফোন করে এক ব্যক্তি জানালেন বিখ্যাত এক অভিনেতাকে হত্যার বরাত দেওয়া হয়েছে তাঁকে। এমন ফোন পেয়ে হতভম্ব মুম্বই পুলিশও। কিন্তু কোনও ভাবেই বিষয়টিকে সহজ ভাবে নিতে পারেনি প্রশাসন।
বলিউড তারকারা যেন দুষ্কৃতীদের সহজ নিশানা হয়ে উঠেছেন। প্রায় প্রতি নিয়তই সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকিকে ইমেল-এ খুনের হুমকি দেওয়া হয়েছে। সেই তালিকা এ বার নয়া সংযোজন অভিনেতা টাইগার শ্রফ। মাত্র ২ লক্ষ টাকার বিনিময়ে টাইগারকে হত্যার বরাত বা ‘সুপারি’ দেওয়া হয়েছে— খবর এল এমনই।
আরও পড়ুন:
এমন একটি ফোন আসার পর থেকে নড়ে বসে প্রশাসন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পঞ্জাব থেকে ফোনটি এসেছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। ২১ এপ্রিল, সোমবার মুম্বই পুলিশকে ফোন করে ওই ব্যক্তি দাবি করেন, কিছু ব্যক্তি টাইগারকে হত্যার পরিকল্পনা করছে। অভিনেতাকে হত্যা করার জন্য তাঁকে ২ লক্ষ টাকার একটি অস্ত্র এবং ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই ফোনটি আসার পরই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়। ইতিমধ্যেই খার থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার নিমিত গোয়েল বলেন, “পুলিশ সোমবার একটি এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই হুমকি সম্পূর্ণ ভুয়ো, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ওই ব্যক্তি মনগড়া গল্প শুনিয়েছিলেন পুলিশকে।”