Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
swastika mukherjee

এক দেখাতেই মুগ্ধ! কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন স্বস্তিকা?

ভিডিয়ো ক্লিপিং-এ রামলালের চাহনি যদিও বলে দিচ্ছে, শুধু মানুষ নয় পশু-পাখিদেরও ‘মুগ্ধ’ করতে জানেন অভিনেত্রী!

আজ তাঁর নয়া প্রেমের কিস্যা ভাইরাল।—ছবি:সোশ্যাল মিডিয়া।

আজ তাঁর নয়া প্রেমের কিস্যা ভাইরাল।—ছবি:সোশ্যাল মিডিয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ১৩:২১
Share: Save:

ফের শিরোনামে স্বস্তিকা মুখোপাধ্যায়! গতকালই অভিনেত্রী ট্রোলড হয়েছেন হেয়ার কাটিং-এর দৌলতে। সেই সুবাদে ট্রেন্ডিংও। আজ তাঁর নয়া প্রেমের কিস্যা ভাইরাল।

কে সেই ভাগ্যবান?

‘তাসের ঘর’ গল্পের ‘সুজাতা’ ওরফে স্বস্তিকা জানিয়েছেন, এক দেখাতেই তিনি প্রেমে পড়েছেন রামলালের। তিনি নিশ্চিত, রামলালেরও বেশ পছন্দ তাঁকে। অবশ্য প্রেমের কথা বলতে গিয়ে মজা করতেও ছাড়েননি, ‘‘সুজাতা ওকে ভালবাসে কিনা জানি না। কিন্তু রামলালের মোটেই পছন্দ হয়নি ওকে, বেশ বুঝতে পারছি! ও কিন্তু আমায় (স্বস্তিকা) দারুণ ভালবেসে ফেলেছে।’’

ভাবছেন, এ রকম নামেরও কেউ স্বস্তিকার প্রেমিক হতে পারে?

অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডল বলছে, রামলাল কোনও মানুষ নয়! ছোট্টখাট্ট, মিষ্টি বিড়াল। যাকে নিয়েই হইচই প্ল্যাটফর্মের নতুন বাংলা ছবি ‘তাসের ঘর’-এর শুটের ফাঁকে দিব্য সময় কেটে যাচ্ছে ‘সুজাতা’র।

With Ramlaal it was ‘Love at first sight’ Well, I thought so. Then he broke my heart forever. I don’t know whether Sujata loves cats, she didn’t tell me but I guess Ramlaal sensed something. I believe Ramlaal hates Sujata but I’m hoping he loves me. (What all goes behind the lens are the most amazing bits 🤣) . . Our newest post production member. #tasherghawr streaming on @hoichoi.tv from 3rd September, 2020. @roy_shots @svfsocial @iammony #ramlal #catsofinstagram #bts #tasherghawr #watchtobelieve

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

আরও পড়ুন: খুদা হাফিজ়: ওয়ান ম্যানের চেনা শো


ভিডিয়ো ক্লিপিং-এ রামলালের চাহনি যদিও বলে দিচ্ছে, শুধু মানুষ নয় পশু-পাখিদেরও ‘মুগ্ধ’ করতে জানেন অভিনেত্রী!

শুধু কি বিড়াল? ‘কুকি’ সারমেয় ছানাও স্বস্তিকার দারুণ পছন্দের। ফাঁক পেলেই কোলে নিয়ে চটকে মটকে একাকার করছেন সিনেম্যাটোগ্রাফার অয়ন শীল আর রোশনি আলির ‘দত্তক’কে। ‘‘দেখুন দেখুন, আমার মতোই ওর চোখের মণিও বাদামি!’’ আহ্লাদে গলে এ কথাও সোশ্যালে শেয়ার করতে ভোলেননি ‘কিজি বসু’র ‘মা’।

আরও পড়ুন: চুল কেটে ট্রোলড স্বস্তিকা, পাল্টা জবাব অভিনেত্রীর

অন্য বিষয়গুলি:

Swastika Mukherjee tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy