Sushant Singh Rajput: Signed by him these upcoming movies face uncertainty dgtl
সুশান্ত সিংহ রাজপুত
সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুতে এই ছবিগুলির ভবিষ্যৎ অনিশ্চিত
উজ্জ্বল চোখ, স্মিত হাসি, বুদ্ধিদীপ্তঅভিনয়ের মিশেলে তিনি বিভিন্ন চিত্রনাট্যে ভেঙেছিলেন নিজেকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ০৯:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
চলে গেলেন মাত্র চৌত্রিশেই। রেখে গেলেন বেশ কিছু ভাল ছবি। ইদানীং কেরিয়ারগ্রাফ আগের তুলনায় কিছুটা নিম্নগামী হলেও সম্প্রতি আরও কিছু ছবিতে সই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত।
০২১৪
এর মধ্যে কিছু ছবির কাজ এখনও শুরু হয়নি। সুশান্তর রহস্যমৃত্যুতে এখন প্রশ্নচিহ্নের মুখে সেই ছবিগুলিও।
০৩১৪
চলতি বছরের ৮ মে মুক্তি পাওয়ারকথা ছিল ‘দিল বেচারা’-র।
০৪১৪
মুকেশ ছাবড়ার পারিচালনায় এই রোমান্টিকড্রামা জন গ্রিনের উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর উপর নির্ভর করে নির্মিত।
০৫১৪
সঞ্জনা সাংঘির বিপরীতে এই ছবির নায়কসুশান্ত সিংহ রাজপুত। এ ছাড়াও এই ছবিতে আছেন সইফ আলি খান এবং জাভেদ জাফরি।
০৬১৪
করোনা ও লকডাউন পরিস্থিতির জেরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ‘গুলাবো সিতাবো’-র মতো এই ছবিও মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
০৭১৪
১৯৬২-র ভারত-চিন যুদ্ধের উপর‘রাইফেলম্যান’ ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্তের। মহাবীরচক্র সম্মানে ভূষিতযশবন্ত সিংহের চরিত্রটি পর্দায় তুলে ধরার দায়িত্ব ছিল সুশান্তের। তাঁর প্রয়াণেআপাতত ছবিটি বিশ বাঁও জলে।
০৮১৪
আনন্দ গাঁধীর ছবি ‘ইমার্জেন্সি’ছবিতে অভিনয় করার কথা ছিল ইরফানের খানের। প্রথমে অভিনেতার অসুস্থ হওয়া, তারপর তাঁর মৃত্যু। ফলে আটকে যায় ছবির কাজ।
০৯১৪
এর পর এই ছবিতে অভিনয়ের জন্য বলা হয় সুশান্ত সিংহ রাজপুতকে। এ বার তাঁর অকালপ্রয়াণে আরও একবার অথৈ জলে ছবির পরিকল্পনা।
১০১৪
বলিউডের গতধরা নায়কের ছক বার বার পেরিয়েযেতে চেয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। উজ্জ্বল চোখ, স্মিত হাসি, বুদ্ধিদীপ্তঅভিনয়ের মিশেলে তিনি বিভিন্ন চিত্রনাট্যে ভেঙেওছিলেন নিজেকে।
১১১৪
সেই মর্মেই তাঁরসঙ্গে বছর দু’য়েক আগে কথা হয়েছিল এক প্রযোজনা সংস্থার। ঠিক হয়েছিল, বারোটি পর্বেরবিশেষ সিরিজ হবে।
১২১৪
সেখানে তুলে ধরা হবে বারোজন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্বের জীবন। সেই পরিকল্পনায় চাণক্য থেকে এ পি জে আব্দুল কালাম, বারোজনের ভূমিকায় অভিনয় করার কথা ছিল সুশান্তের। কিন্তু সেই ছবিও রয়ে গেল অনিশ্চয়তার মুখে।
১৩১৪
শেখর কপূরেরপরিচালনায় ‘পানি’ছবির জন্য ক্যামেরার পিছনে কাজ এগিয়েছিল বেশ কিছু দূর অবধি। চূড়ান্ত পর্বে নায়কেরভূমিকায় ছিল সুশান্তের নামই।
১৪১৪
কিন্তু দীর্ঘ টালবাহানার পরে প্রযোজক যশরাজ ফিল্মস-ই। ফলে বড় ব্যানার ও বাজেটের এই ছবিও হারিয়েযায় অন্ধকারে।