Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Sushant Singh Rajput

প্যারিসে সুশান্ত, একান্তে সময় কাটাচ্ছেন এই বঙ্গললনার সঙ্গে?

অবশ্য লোকচক্ষুর অগোচরে ট্রিপে যাওয়া সুশান্ত-রিয়ার জীবনে নতুন কিছু নয়।

রিয়া এবং সুশান্ত।

রিয়া এবং সুশান্ত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৯:৪৮
Share: Save:

প্যারিসে রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। ডিজনিল্যান্ড ভ্রমণের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।ইনস্টাগ্রামে ওই ভিডিয়ো শেয়ার করে সুশান্ত আবার ক্যাপশনে লিখেছেন, ‘ডিজনিল্যান্ডে মিকি’। যথারীতি স্ক্রিনের ধোনির ‘কিউট লুকে’ কাত তাঁর ফ্যানেরা। মজার ব্যাপার কি জানেন? সুশান্তের বান্ধবী বলে পরিচিত বঙ্গললনা রিয়া চক্রবর্তী একই সময়ে প্যারিসে রয়েছেন। আইফেল টাওয়ারের সামনে সুন্দর পোজ দিয়ে ছবিও দিয়েছেন ইনস্টাগ্রামে।

নিছকই কাকতালীয়? নাকি একান্তে সময় কাটাতে এক সঙ্গেই রয়েছেন তাঁরা? তাঁদের ইনস্টাগ্রাম বা ফেসবুক দেখে সে কথা বোঝার উপায় নেই একেবারেই। একসঙ্গে কোনও ছবিই পোস্ট করেননি দু’জনে। কিন্তু দু’জনের প্রোফাইল থেকে শেয়ার করা খুচরো ছবি অনেক কিছুই বলে দিচ্ছে।

দেখুন ইনস্টাগ্রাম পোস্ট

Mickey in Disneyland ! ✨ #livingMyDreams #lovingMyDreams 🌈

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on

If up was down, North was south If the tress were blue And the water green If you were me And I was you Would you still love me? The way I do ...... #love #rheality #paris 🌈 #imapoetandnowyouknowit

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on

অবশ্য লোকচক্ষুর অগোচরে ট্রিপে যাওয়া সুশান্ত-রিয়ার জীবনে নতুন কিছু নয়। এর আগেও পাপারাতজির চোখে ধুলো দিয়ে দু’জনে পাড়ি দিয়েছিলেন লাদাখে। সেখানেও সেই একই ব্যাপার। দু’জনেই প্রোফাইল থেকে লাদাখের ছবি শেয়ার করেছিলেন, তবে একসঙ্গে নয়।

২০১২-য় তেলুগু ছবি ‘তুনেগা তুনেগা’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় রিয়ার। ২০১৩-এ ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবির মাধ্যমে বলি ডেবিউ করেন তিনি। ২০১৭-এ যশরাজ ফিল্মসের ব্যানারে বড় সুযোগ পানরিয়া। তাদের প্রযোজনায় ‘ব্যাঙ্ক চোর’ও রয়েছে তাঁর ঝুলিতে। মুকেশ ভট্টের প্রযোজনায় ‘জলেবি’ ছবিতেও অভিনয় করার সময় মুকেশ ভট্টের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর।

আরও পড়ুন-বিয়ের পর প্রথমবার কেমন পুজো কাটালেন জিতু-নবনীতা ?

আরও পড়ুন- ফেসবুকে স্বস্তিকাকে অশালীন প্রস্তাব, সপাটে জবাব দিলেন অভিনেত্রী

অন্য বিষয়গুলি:

Sushant Singh Rajput Rhea Chakraborty Bollywood Vacation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy