সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর পর বলিডডের বহু রথী-মহীরথীর গায়েই স্বজনপোষণের দাগ লেগেছে। সে তালিকায় রয়েছেন প্রযোজক-পরিচালক কর্ণ জোহরের নামও। তা সত্ত্বেও বলিউডের বহু তারকাই কর্ণকে নিজের মেন্টর বলে মনে করেন। কর্ণের ঘনিষ্ঠ মহলের বলে পরিচিত এই তারকাদের অনেকেই তাঁর জন্য বলিউডে জায়গা করে নিয়েছেন বলেও শোনা যায়। কেন কর্ণের কাছের মানুষ আলিয়া-বরুণেরা? সুশান্তের মৃত্যু নিয়ে অনেকেই তাঁকে কাঠগড়ায় দাঁড় করালেও কেন কর্ণের সঙ্গ ছাড়তে নারাজ এই তারকারা?