Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Super Singer

সুপার সিঙ্গার-এর বিশেষ এপিসোড যেন অবিভক্ত বাংলার চরাচর

দেবজ্যোতি মিশ্র বললেন, “বলব না এটা শুধুমাত্র বিনির্মাণ। এটা হচ্ছে নতুন আলোয় গানগুলো দেখা। সেটা করার চেষ্টা করেছি।”

শুটিং ফ্লোরে গানের সুরে সবাই মাতোয়ারা

শুটিং ফ্লোরে গানের সুরে সবাই মাতোয়ারা

মৌসুমী বিলকিস
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০২
Share: Save:

‘বাংলা ভাষা/ উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে/ উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর/ বাঁকে বাঁকে, নদীও নর্তকী হয়।’ শামসুর রাহমানের কবিতায় এভাবেই উচ্চারিত হয় বাংলার সুর। সেই সুরই যেন ছড়িয়ে পড়ল ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে। শুটিংয়ে উপস্থিত জনতার হৃদয় ছুঁয়ে প্রতিযোগীরা গেয়ে উঠলেন,‘আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে...’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেবজ্যোতি মিশ্র বিনির্মাণ করলেন চোদ্দোটি বাংলা গান। সেই গানগুলি গেয়েই ‘জ্যোৎস্নার চন্দন’ ছড়াতে ছড়াতে মঞ্চে টিকে থাকার লড়াইয়ে অংশ নিলেন শালিনী মুখোপাধ্যায়, সাবির খান, সঞ্চারী সেনগুপ্ত, শ্রয়ী পাল প্রমুখ প্রতিযোগী।পরিচিত গানে যোগ হল কিঞ্চিৎ নতুন গায়কীও। তাহলে কি গানগুলো শুধুই বিনির্মাণ?

দেবজ্যোতি মিশ্র বললেন, “বলব না এটা শুধুমাত্র বিনির্মাণ। এটা হচ্ছে নতুন আলোয় গানগুলো দেখা। সেটা করার চেষ্টা করেছি।”

‘ও আমার দেশের মাটি’-র আদলে জসিমুদ্দিনের মতো করে লিখেছেন দেবজ্যোতি, ‘গহীন হৃদয়ে জাগে, জাগে ভোর...’। আছে রবীন্দ্রসঙ্গীতও। যেমন, ‘এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ...’। দু’টি এপিসোড জুড়ে থাকছে গানগুলি।তিনি যা চেয়েছেন সেরকম করেই কি গেয়েছেন প্রতিযোগীরা?তৎক্ষণাৎ উত্তর দেবজ্যোতির, “হ্যাঁ, হ্যাঁ। ওরা ভীষণ ভাল গাইছে। দারুণ পারফর্ম করছে।”

আরও পড়ুন-সলমনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বর্তমানে মধুর নয়: বনি কপূর

শুটিং ফ্লোরে গানের সুরে সবাই মাতোয়ারা। টি বয় থেকে বিচারকরাও। গান শুনে আপ্লুত হয়ে দাঁড়িয়েও পড়ছেন বিচারকরা। আলো আর রঙের বন্যায় ভেসে যাচ্ছে মঞ্চ। বাংলা গানের এই প্রতিক্রিয়ায় প্রতিযোগী সঞ্চারী উচ্ছ্বসিত, “আজকের ছেলেমেয়েরা বাংলা ভাষাটাই ভুলতে বসেছে। সেখানে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলা গান গাইছি। খুবই ভাল লাগছে।”

আরও পড়ুন-টুইঙ্কলের ‘কুকীর্তি’ ফাঁস, রেগে গেলেন অক্ষয়

দেবজ্যোতি মিশ্র বিনির্মাণ করলেন চোদ্দোটি বাংলা গান

কী ধরনের গান বেশি ব্যবহার করেছেন? দেবজ্যোতির কথায় শামসুর রাহমানের উচ্চারণের প্রতিধ্বনি যেন, “লোকসঙ্গীত আমার প্রাণের সঙ্গীত। লোকসঙ্গীতকে আমি এটার মধ্যে ভীষণ বড়ভাবে ব্যবহার করেছি। গানগুলোর মধ্যে অবিভক্ত বাংলার চরাচর দেখতে পাওয়া যাবে।” সেই অবিভক্ত বাংলার স্বপ্ন দর্শকের সামনে হাজির হবে আগামী২২ ও ২৩ ফেব্রুয়ারি, রাত সাড়ে ৮টায়, স্টার জলসায়।

অন্য বিষয়গুলি:

Super Singer Music Tollywood Debjyoti Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE