Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Sreelekha Mitra

Nusrat-Sreelekha: নুসরত স্ব-ইচ্ছায় সন্তানের জন্ম দিয়েছেন, যা করেছেন বেশ করেছেন: শ্রীলেখা

শ্রীলেখার কথায়, পিতৃপরিচয় ছাড়া মাতৃত্বের উদ্‌যাপন করলেন নুসরত, ওঁকে কুর্নিশ।

নুসরত জাহান এবং শ্রীলেখা মিত্র।

নুসরত জাহান এবং শ্রীলেখা মিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২০:২৬
Share: Save:

রাজনীতিবিদ নুসরত জাহান বরাবর তাঁর আক্রমণের লক্ষ্যে। সাংসদ-তারকার বিবাহিত জীবন নিয়ে দ্বিচারিতারও নিন্দা করেছেন তিনি। সেই শ্রীলেখা মিত্র শুক্রবার সামাজিক পাতায় তারকা অভিনেত্রীকে খোলা মনে শুভেচ্ছা জানালেন। সুস্থ জীবন কামনা করলেন তাঁর সদ্যোজাতর। সুদূর জুরিখে বসে মুঠোফোনে আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘পিতৃপরিচয় ছাড়া মাতৃত্বের উদ্‌যাপন করলেন নুসরত। এর জন্য প্রচণ্ড সাহস আর কলিজার জোর থাকা চাই। আমি অভিনন্দন জানাই নুসরতের মাতৃত্বকে। কুর্নিশ করি ‘মা’ নুসরত জাহানকে।’’

সন্তানের জন্ম দেওয়ার আগে বহু কটাক্ষ, বহু নিন্দা, কুৎসার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। শ্রীলেখার দাবি, সে সব অগ্রাহ্য করে, নীরবে সহ্য করে সুস্থ সন্তানের জন্ম দেওয়া মুখের কথা নয়। সেই কাজ করে দেখিয়েছেন নুসরত। তিনি এক জন নারী হয়ে আরেক নারীকে এ ব্যাপারে সব সময়েই সমর্থন জানাবেন।

অনেকেই নুসরতের এই পদক্ষেপকে 'স্বেচ্ছাচারিতা'র তকমা দিয়েছেন। শ্রীলেখাও কি একই মনোভাব পোষণ করেন? এ প্রসঙ্গে শ্রীলেখার বক্তব্য, ‘‘নুসরতের সন্তানের পিতৃপরিচয় এখনও অজানা। অনুমান, তিনি তাঁর ‘বিশেষ বন্ধু’ যশ দাশগুপ্তের সন্তানের মা। প্রেমিককে ভালবেসে তাঁর সন্তানকে গর্ভে ধারণ করা, তাকে পৃথিবীর আলো দেখানো অবশ্যই স্ব-ইচ্ছায় করেছেন ‘এসওএস কলকাতা’-র ‘আমান্ডা’। একে যদি কেউ স্বেচ্ছাচারিতা বলেন তো বলবেন। আমি বলব, নুসরত যা করেছেন বেশ করেছেন।’’

অন্য বিষয়গুলি:

Sreelekha Mitra nusrat jahan Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE