শ্রাবণী সেন এবং ইমন।
এক জন গাড়ি চালাতে চালাতে ফেসবুক লাইভ করেন।
আর এক জন একটা শাড়ি পরে হাজির মঞ্চে।
দু’জনের গানের ধারাও সম্পূর্ণ আলাদা। কিন্তু দু’জনের মাধ্যম একটাই— রবীন্দ্রনাথ!
সেই রবীন্দ্রনাথের পথে এই প্রথম এক মঞ্চে আষাঢ়ে শ্রাবণী-ইমন।
‘‘রবীন্দ্রনাথের গান আমার জীবন। কখনও বিনোদনের কথা ভেবে অন্য গান গাইনি আমি। সেই পথেই নতুন প্রজন্মের শিল্পী ইমনের সঙ্গে মঞ্চ ভাগ করে আমরা রবীন্দ্রনাথের গান গাইব’’, বললেন শ্রাবণী। আসলে রবীন্দ্রনাথের গানের শিল্পীরা যে একে অন্যকে নিয়ে সুরের রাস্তায় যাত্রা করতে পারেন তার সমর্থনেই এগিয়ে এলেন অগ্রজ। এ শুধু গানের দিন নয়, এই দিন গানের ভেতর গল্প বলা হবে জীবনের। দুই মেয়ের। মালা গাঁথা হবে বিচিত্রের রবীন্দ্রবাণীর।
আরও পড়ুন, পুরনো প্রেম থেকে কী শিখলেন ইমন?
এই অনুষ্ঠানের জন্য এ প্রজন্মের নতুন ধারার স্বরও উত্তেজনায় ভরা, ‘‘শ্রাবণীদির গান শুনে বড় হয়েছি আমি। কয়েক মাস গানও শিখেছি। সেই মানুষটার সঙ্গে এক মঞ্চে থাকব ভেবেই উত্তেজনা হচ্ছে। আসলে এই অনুষ্ঠান দুই প্রজন্মের জন্য। আমি নতুন প্রজন্মের তরফ থেকে জানাবো, এই প্রজন্ম রবীন্দ্রনাথের গান শুনতে চায়, ভালবাসে।’’ বললেন ইমন চক্রবর্তী। ছবির গান, নানা অনুষ্ঠানের বাইরে নিজের মতো করে পছন্দের রবীন্দ্রনাথের গান গাওয়ার ইচ্ছে নিয়ে তৈরি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের দুই উত্তরাধিকার!
শুধুই কি গানের অনুষ্ঠান? উদ্যোক্তাদের তরফ থেকে শান্তা দত্ত বলছেন, ‘‘এক অন্য শ্রাবণী আর ইমনকে দর্শক এই প্রথম শুনবে, দেখবে। পুরোটা বলছি না। একটু চমক থাক ২০ জুনের রবীন্দ্রসদনের জন্য।’’
চমক মানে? গানে গানে কি ডুয়েল লড়াই হবে নাকি এ বার? কোনও প্রজন্মই উত্তর দেয় না।
থাকে শুধু গান, মুখোমুখি বসিবার ইমন আর শ্রাবণী সেন।
কলকাতা অপেক্ষায়...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy