আর তা যদি হয় সেলেবদের বিয়ে! না সেলেবদের বিয়েতে হয়তো আম জনতার সেজেগুজে যাওয়ার নিমন্ত্রণ থাকে না, তাই বলে সে বিয়ে নিয়ে আগ্রহ কি কিছু কম থাকে জনগণের! সেলেবদের বিয়ের প্রথম ছবি দেখার জন্য হাঁ করে থাকেন অনেকেই। গ্যালারিতে রইল তেমনই কিছু সেলেবদের ছবি। তাঁদের সাজসজ্জা রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছিল সেই সময়।