Advertisement
০২ নভেম্বর ২০২৪
R G Kar Hospital Incident

‘এই প্রতিবাদ শুধুই যেন তারকাদের প্রচার না হয়ে ওঠে’, দ্বিতীয় দিনের জমায়েতে বললেন সোহিনী

“এই নৃশংস অত্যাচারের শেষ চাই, কী ভাবে হবে? যাঁরা রাজ্য ও দেশ চালানোর দায়িত্বে রয়েছেন, তাঁরা জানবেন”, বললেন অভিনেত্রী।

দ্বিতীয় দিনের জমায়েতে সোহিনী সরকার।

দ্বিতীয় দিনের জমায়েতে সোহিনী সরকার। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ০১:০৬
Share: Save:

১৪ অগস্ট রাতে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডে তিনি প্রতিবাদের মুখ ছিলেন। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ১৫ অগস্ট তিনি হাসপাতাল চত্বরে। সেখান থেকে সোহিনী সরকার বার্তা দিলেন, “আমরা শহরের আর কোনও মেয়ে, তরুণী চিকিৎসকের মতো যন্ত্রণা পেয়ে মরতে রাজি নই। এই প্রতিবাদ আর যেন না করতে হয়। আর যেন কোথাও, কোনও মেয়ের সঙ্গে এমন নারকীয় ঘটনা না ঘটে।”

কথার শুরুতেই সোহিনী জানান, এই মুহূর্তে নমস্কার, ধন্যবাদ কোনওটাই বলার মতো মানসিক অবস্থায় নেই তিনি। এর শেষ কোথায় তা-ও জানেন না। কেবল জানেন, এই নৃশংস অত্যাচারের শেষ চান। কী ভাবে হবে সেটা যাঁরা রাজ্য বা দেশ চালানোর দায়িত্বে রয়েছেন তাঁরা জানবেন, মত সোহিনীর।

কথা প্রসঙ্গে সোহিনী বললেন, “১৪ অগস্ট যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডে মেদিনীপুর থেকে এক মা এসেছিলেন। তাঁর মেয়ে বছর দুই আগে ধর্ষণের শিকার হয়েছেন। সেই মামলা ধামাচাপা পড়ে গিয়েছে। সেই মায়ের আশা, যদি এই আন্দোলন তাঁর মেয়েকেও সুবিচার পাইয়ে দেয়।” এই দিনটাও দেখতে হচ্ছে, আফসোস অভিনেত্রীর। একই সঙ্গে অভিনেত্রী সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানান, তাঁরা যেন আন্দোলনকে সঠিক ভাবে তুলে ধরেন। এই প্রতিবাদ শুধুই যেন তারকাদের প্রচার না হয়ে ওঠে।

অন্য বিষয়গুলি:

Sohini Sarkar Reclaim the night Bengali Actress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE