Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
Madhumita Sarcar

Srikanto 2: সোহিনী অতীত! দক্ষিণ কলকাতার রাস্তায় মুখোমুখি ঋষভ-মধুমিতা?

রাজলক্ষ্মী-শ্রীকান্তের প্রেমে মজেছিল শহর কলকাতা। এ বার কি অভয়া-শ্রীকান্তের গাঢ় রসায়নে ডুববে শহরবাসী?

অভিনয়ের খাতিরেই ফের মুখোমুখি সোহিনী-ঋষভ-মধুমিতা

অভিনয়ের খাতিরেই ফের মুখোমুখি সোহিনী-ঋষভ-মধুমিতা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ২৩:৫৯
Share: Save:

একজন কফিশপে গরম পানীয়ে চুমুক দিচ্ছেন। তো অন্য জনের নাকি আনাগোনা আশপাশেরই নেল আর্ট সালোঁতে! আচমকাই মুখোমুখি পরস্পরের। এ ভাবেই নাকি দক্ষিণ কলকাতার অলিতে গলিতে দেখা যাচ্ছে ঋষভ বসু-মধুমিতা সরকারকে! এমনই খবর ছড়িয়েছে ঋষভের ঘনিষ্ঠ মহল থেকে।

টলিউড বলছে, খবর আরও আছে। সোহিনী সরকার-রণজয় বিষ্ণুর জোড়া লাগতে বসা প্রেমেও নাকি দুর্যোগের মেঘ! কী ভাবে? খবর, হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজ ‘শ্রীকান্ত’তে ঋষভ-সোহিনীর রসায়ন হইহই ফেলে দিয়েছিল। তারই সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। সব ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শ্যুট শুরু হতে পারে সিরিজের। পরিচালনায় সানি ঘোষ রায়। অভিনয়ের খাতিরেই ফের মুখোমুখি সোহিনী-ঋষভ-মধুমিতা! ফের পর্দায় প্রেমের জোয়ারে ভাসবেন ত্রয়ী?

চিত্রনাট্যের প্রাথমিক খসড়া অনুযায়ী, সিক্যুয়েলে শ্রীকান্তের জীবনে রাজলক্ষ্মী অনেকটাই আবছা। গাঢ় হবে অভয়ার প্রতি তার আকর্ষণ। এই ‘অভয়া’ই মধুমিতা সরকার। প্রথম পর্বেই রাজলক্ষ্মীর পাশাপাশি অভয়াকে দেখেছেন দর্শক। আর কী থাকবে নতুন সিরিজে? নতুন পর্বের শেষে নাকি দর্শকদের সামনে আসবে কমললতা! এই ভূমিকায় কে অভিনয় করবেন? টলিউড বলছে, সেটা এখনও ঠিক হয়নি। এ বারেও কলকাতার পাশাপাশি শ্যুট হবে উন্মুক্ত প্রকৃতির কোলে।

আর পর্দার বাইরে ঋষভ-মধুমিতার সাক্ষাৎ? অভিনেতার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, কাকতালীয় ভাবেই নাকি বার দু’য়েক মুখোমুখি পড়ে গিয়েছিলেন দু’জনে। সৌজন্য বিনিময়ের পরেই যে যার পথে!

অন্য বিষয়গুলি:

Madhumita Sarcar Sohini Sarkar Rishav Basu Web Series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy