Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Monali Thakur

বিয়ে হয়ে গিয়েছে মোনালি ঠাকুরের! কবে?

মোনালির প্রেমিক কাম স্বামী সুইৎজারল্যান্ডের এক হোটেল মালিক।

নিজের বিয়ে এ বার স্বীকার করলেন মোনালি।

নিজের বিয়ে এ বার স্বীকার করলেন মোনালি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২০ ১৭:০৯
Share: Save:

খবরটা শুনেছেন? তিন বছর আগেই নাকি বিয়ে হয়ে গিয়েছে মোনালি ঠাকুরের! স্বামী মাইক রিজতে সুইৎজারল্যান্ডের বাসিন্দা। তাঁর সঙ্গেই চুটিয়ে প্রেম চলছিল ‘মোহ মোহ কে ধাগে’ গায়িকার। তাঁকেই বিয়ে করেছেন ২০১৭-য়। করোনা মহামারির আগে সেখানেই ছিলেন মোনালি। লকডাউন জারি হতে আটকে পড়েন গায়িকা। সেখান থেকে ইদানীং একাধিক ভিডিয়োবার্তা সোশ্যালে শেয়ার করেছেন। কিন্তু বিয়ের খবর চেপে গিয়েছেন বেমালুম!

আরও গল্প আছে। মোনালির প্রেমিক কাম স্বামী সুইৎজারল্যান্ডের এক হোটেল মালিক। বিদেশে বেড়াতে গিয়ে আলাপ দু’জনের। এক দেখাতেই মদনবাণে বিদ্ধ মাইক-মোনালি। মোনালির কথায়: ‘‘আমাদের প্রথম আলাপ এক গাছের নীচে। দেখাসাক্ষাৎ হত। কিন্তু পাকাপাকি তখনও কিছুই বলে ওঠা হয়নি কারও। ২০১৬-র ডিসেম্বর। জাঁকিয়ে শীতের সঙ্গে উৎসবের মরশুম। আলোয়, আনন্দে ঝলমল করছে সুইৎজারল্যান্ড। সেই সময় সেই গাছের নীচে দাঁড়িয়ে মাইক প্রোপোজ করে। আর না বলতে পারি?’’ সেই শুরু। তার পর থেকে কাজের থেকে ছুটি মিললে প্রায়ই মোনালি উড়ে যেতেন সুইৎজারল্যান্ডে।

করোনা আবহে প্রথম যখন সুইৎজারল্যান্ডে আটকে পড়ার কথা জানান ভিডিয়োবার্তায়, তখনই তিনি বলেছিলেন, বছরের অর্ধেক সময় থাকেন ভারতে, বাকিটা সুইৎজারল্যান্ডে। কারণ, সেখানে তাঁর পরিবার রয়েছে। কথাটা অনুরাগীদের কানে বাজলেও কেউ চিন্তা করে উঠতে পারেননি, তিন বছর আগে ‘যুগল’ থেকে ‘দম্পতি’ হয়েছেন তাঁরা!

আরও পড়ুন: সোপ অপেরার মতো নাটক দেখিয়ে টালিগঞ্জে শুরু হচ্ছে শুটিং

গানে-কবিতায় লোপামুদ্রা-শ্রীজাত-সুজয়প্রসাদের 'ঋতু' স্মরণ

স্বামী মাইক রিজতের সঙ্গে মোনালি।

ঝুলি থেকে বেড়াল বেরোনর পর বিয়ের কথা আর অস্বীকার করেননি গায়িকা। জানিয়েছেন, খুব সাধাসিধে ভাবে সাতপাক ঘুরেছেন। সংবাদমাধ্যম, সোশ্যাল, কোথাওই জানাননি। যত নষ্টের গোড়া আঙুলের আংটি! ওটা দেখেই শুরু গুঞ্জনের। মোনালির কথায়, তাঁরা অনুষ্ঠান করে বিয়ে সারার সময় পাননি গত তিন বছরেও! তাই জানতে পারেননি কেউই। খুব শিগগিরি সেটিও সেরে ফেলবেন এ বার। সঙ্গে এটাও জানিয়েছেন, ‘‘খবর জেনে খেপে রয়েছেন সবাই। দেশে ফিরলেই প্রচণ্ড কথা শোনাবেন আত্মীয়, বন্ধু, সহকর্মীরা।’’

অন্য বিষয়গুলি:

Monali Thakur Maik Richter Marriage Bollywood Singers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy